Lancet Update: আপনার কি অতিরিক্ত ওজন? সাবধান হন, বাড়তি মেদেই লুকিয়ে থাকতে পারে করোনা
শরীরের বাড়তি মেদে লুকিয়ে থাকতে পারে করোনা। চাঞ্চল্যকর তথ্য উঠে এল ল্যানসেটের গবেষণাপত্রে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্য একটি রিপোর্টে বলা হয়েছে, মিউটেশনের জেরে ভাইরাস শক্তিশালী হওয়ায় অনেক ক্ষেত্রেই হার মানছে রোগ প্রতিরোধ ক্ষমতা।
আপনার কি অতিরিক্ত ওজন? করোনা ভ্যাকসিনের দু’টি ডোজই নিয়ে ফেলেছেন? তাহলেও কিন্তু নিশ্চিন্তে থাকবেন না!
কারণ আপনি যদি স্থূলকায় হন, কিংবা ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকে, তাহলেও আপনার ফের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক জার্নাল, ল্যানসেটে প্রকাশিত হয়েছে তেমনই গবেষনামূলক রিপোর্ট।
ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে গবেষণা, চিকিৎসকরা বলছেন যারা মোটা, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকছে, একই সঙ্গে ভ্যাকসিনের রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে কাটিয়ে সম্ভাবনা বেশি।
গত অক্টোবরে কয়েকজন স্থূলকায় মার্কিন নাগরিকের উপর গবেষণা চালিয়েছেন, ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ল্যানসেটে।
যেখানে উল্লেখ করা হয়েছে, যাঁদের অতিরিক্ত ওজন, তাঁদের শরীরে থাকা মেদের মধ্যে লুকিয়ে থাকতে পারে করোনা ভাইরাস। চিকিৎসা করলেও লুকিয়ে থাকা ওই ভাইরাসের উপর তার কোনও প্রভাব পড়ে না।
ল্যানসেটে প্রকাশিত গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, ওই গবেষণায় উঠে উঠেছে, একবার করোনা আক্রান্ত হওয়ার পর বা ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার পরও, অনেকে ফের করোনায় আক্রান্ত হচ্ছেন।
মিউটেশন বা বারবার চরিত্র বদলের জেরে, ভাইরাস এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে, রোগপ্রতিরোধ ক্ষমতা সেগুলি ঠেকাতে পারছে না। সব মিলিয়ে ওমিক্রন উদ্বেগের মধ্যে, মিউটেশনের কারণে ক্রমেই চিন্তা বাড়াচ্ছে করোনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -