Aspergillosis Fungus: অ্যাসপারগিলোসিস, চিন্তা বাড়িয়ে হাজির আরও এক ফাঙ্গাল ইনফেকশন, উপসর্গ কী কী
ব্ল্যাক, হোয়াইট, ইয়োলো ফাঙ্গাসের পর হাজির নতুন আতঙ্ক। অ্যাসপারগিলোসিস। এটিও এক ধরণের ফাঙ্গাল ইনফেকশন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুজরাটে কোভিড সারিয়ে ওঠা কিছু রোগীর দেহে ধরা পড়েছে যে ফাঙ্গাল ইনফেকশন। ছত্রাক অ্যাসপারগিলাস থেকে যা ছড়ায়।
অন্য ফাঙ্গাল ইনফেকশনের মতোই সুস্থদের নয়, বরং শারীরিক প্রতিরোধক্ষমতা যাদের দূর্বল তাদেরই এই ফাঙ্গাস ইনফেকশনে পড়ার আশঙ্কা বেশি।
কোভিড সারিয়ে উঠছেন যারা, ডায়াবিটিস, ক্যানসারের মতো অন্য কো-মর্বিডিটি যাদের রয়েছে, তাদের এই ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা।
করোনার মতোই এই অ্যাসপারগিলোসিসের প্রাথমিক লক্ষ্মণ তীব্র জ্বর। ৪-৫ দিন জ্বর থাকার পর সেরে গিয়ে আবার কয়েকদিনের মধ্যে ধুম জ্বর আসে এই ইনফেকশনের সংক্রমণে।
অ্যাসপারগিলোসিসেও দেখা যায় শ্বাস নিতে সমস্যা, হাঁচি-কাশি। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ার জেরে যেমনটা হয়ে থাকে।
এই ফাঙ্গাল ইনফেকশনের অপর একটি লক্ষ্মণ কাশির সঙ্গে রক্ত ওঠা।
মাথাব্যথা ও চোখে ব্যথাও অ্যাসপারগিলোসিসের অন্যতম লক্ষ্মণ।
করোনার মতোই এই ফাঙ্গাল ইনফেকশনের ক্লান্তি একটি বড় লক্ষ্মণ।
অ্যাসপারগিলোসিসে ইনফেকশন গায়ে ছড়িয়ে ত্বক জ্বালা, চুলকানি, লাল হয়ে যাওয়ার মতো লক্ষ্মণও দেখা যাচ্ছে।
প্রাথমিক স্তরে ধরা পড়লে এই ইনফেকশনও সেরে ওঠে। তাই কোনওরকম লক্ষ্মণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -