SSKM Nurse Protest:বেতন বৈষম্যের অভিযোগে এসএসকেএম হাসপাতাল চত্বরে মিছিল নার্সদের
বেতন বৈষম্যের অভিযোগে কলকাতায় বিক্ষোভে সামিল নার্স ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএসএসকেএম হাসপাতাল চত্বরে প্রতিবাদ মিছিল করলেন সরকারি নার্সরা।
রাজ্যে এখনও করোনা পরিস্থিতি উদ্বেগজনক! তারই মধ্যে মহানগরে বিক্ষোভে মুখর প্রথম সারির করোনা যোদ্ধা।
বেতন বৈষম্যের অভিযোগে এসএসকেএম হাসপাতাল চত্বরে মিছিল করলেন সরকারি হাসপাতালের নার্সরা।
একই গ্রেডের অন্যান্য সরকারি কর্মীরা যে হারে বেতন পান, তার তুলনায় সরকারি হাসপাতালের নার্সদের বেতন কম। অভিযোগ বিক্ষোভকারীদের।
এই অভিযোগ নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে এসএসকেএম হাসপাতাল চত্বরে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলার সরকারি হাসপাতালের নার্সরা।
সোমবার সংগঠনের নেতৃত্বে হাসপাতাল চত্বরে প্রতিবাদ মিছিল করেন তাঁরা।
বিক্ষুব্ধ সরকারি নার্সদের দাবিদাওয়া পুনরায় শোনার জন্য এদিনই তাঁদের ৫ প্রতিনিধিকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়।
নার্সেস ইউনিটি সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় বলেছেন, অন্যান্য সরকারি কর্মীদের হারে বেতন দিতে হবে। এই দাবি রেখেছিলাম। কথা বলে একদনই সদর্থক জবাব পায়নি। এরকম চলতে থাকলে বৃহত্তর আন্দোলন করা হবে।
নার্সদের বিক্ষোভে এসএসকেএম যেদিন সরগরম, সেদিনই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ক্ষোভ উগরে দেন আশাকর্মীরা। সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি। প্রতি মাসে নিয়মিত বেতন। ন্যূনতম ২১ হাজার টাকা মাইনে। এমন একাধিক দাবিতে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -