Black Fungus Oral Drug: ব্ল্যাক ফাঙ্গাস রুখতে ওষুধ তৈরি করল আইআইটি হায়দরাবাদ
করোনা অতিমারির মাঝে দেশজুড়ে চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্ল্যাক ফাঙ্গাস তথা মিউকোরমাইকোসিসের বিরুদ্ধে লড়তে অনেক রাজ্যই অ্যান্টি ফাঙ্গাল ইঞ্জেকশন অ্যাম্ফোটেরিসিন-বি ব্যবহার শুরু করেছে চিকিৎসায়।
এবার ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ওষুধ বের করলেন হায়দরাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির( আইআইটি) একদল গবেষক।
৬০ মিলিগ্রামের ওষুধটি ২০০ টাকা মূল্যে পাওয়া যাবে বলেই জানিয়েছেন তারা।
তাদের তৈরি ওষুধটি কো মর্বিডিটি থাকা রোগীদের কথা বিশেষভাবে মাথায় রেখে বানানো বলেই জানিয়েছেন গবেষকরা।
হায়দরাবাদ আইআইটি-র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর সপ্তর্ষি মজুমদার ও চিকিৎসক চন্দ্রশেখর শর্মা জানিয়েছেন কালা জ্বরের ক্ষেত্রে কার্যকর এই ওষুধ।
ন্যানোফাইব্রোস এমিএব- ওষুধটি কালাজ্বরের ক্ষেত্রে কার্যকর। আর সেই সুবাদেই পরীক্ষা-নিরীক্ষার পর গবেষকদের প্রত্যাশা ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধেও তা একইরকম কার্যকরী হবে।
ব্ল্যাক ফাঙ্গাসকে ইতিমধ্যে অতিমারি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
তাই পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের বানানো ওষুধে কোনও ইন্টেলেকচুয়্যাল প্রপার্টি রাখেননি গবেষকরা। যাতে ওষুধটি অনেক পরিমাণে প্রস্তুত করার পথে কোনও বাধা তৈরি না হয়।
গোটা দেশেই যেভাবে ব্ল্যাক ফাঙ্গাস তথা মিউকোরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে অ্যাম্ফোটেরিসিন-বি ইঞ্জেকশনের পর এই ওষুধ নেওয়ার পথে বিভিন্ন রাজ্য এগোয় কি না আপাতত সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -