Health: মশার কামড়ে আতঙ্কে? রইল বাঁচার সহজ উপায়

Mosquito Bite: বর্ষা মানেই মশা-মাছি-পতঙ্গদের রমরমা, বংশবিস্তার। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো একগুচ্ছ পতঙ্গবাহিত রোগের বাড়বাড়ন্ত।

মশার কামড় আটকাবেন কী ভাবে?

1/8
বর্ষা মানেই মশা-মাছি-পতঙ্গদের রমরমা, বংশবিস্তার। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো একগুচ্ছ পতঙ্গবাহিত রোগের বাড়বাড়ন্ত।
2/8
বিশেষত কলকাতা ও রাজ্যের বেশ কিছু জেলায় সন্দেহভাজন ডেঙ্গি আক্রান্তের ঘটনা বেড়েই চলেছে।
3/8
এক্ষেত্রে রোগের উপসর্গ দেখা দিলে কী কী করণীয়, মোটামুটি জানা। কিন্তু রোগটা হওয়ার আগেই তা প্রতিরোধে একেবারে গোড়ার যে কাজ, তাতে আমরা কতটা মনোযোগ দিই?
4/8
মশার কামড়। আপাত ভাবে নিরীহ দংশন। কিন্তু এর থেকে যে ভয়ঙ্কর অনেক রোগই ছড়াতে পারে তা আমাদের মোটামুটি জানা। তাই রোগ মোকাবিলার প্রথম কথাই হচ্ছে মশার কামড় আটকানো।
5/8
পুকুর বা ঘন জঙ্গল রয়েছে এমন এলাকায় অন্তত এই সময়ে না যাওয়াই ভাল। কারণ মশাদের বংশবৃদ্ধির অন্যতম জায়গা এগুলিই।
6/8
মশারি ব্যবহার করা অত্যাবশ্যক। বিশেষত রাতের বেলা ঘুমের সময় বিছানার চারপাশ যেন মশারিতে ঢাকা থাকে।
7/8
হাত ও পা ঢাকা জামাকাপড় পরুন। মশার কামড় থেকে অনেকটা বাঁচাবে এই ধরনের পোশাক।
8/8
ঘরের দরজা ও জানলা বন্ধ রাখা জরুরি। এতে মশা-মাছি ও পতঙ্গ ঘরে ঢুকতে পারে না। ফলে আপনি অনেকটাই নিরাপদে থাকতে পারবেন।
Sponsored Links by Taboola