Health: মশার কামড়ে আতঙ্কে? রইল বাঁচার সহজ উপায়
বর্ষা মানেই মশা-মাছি-পতঙ্গদের রমরমা, বংশবিস্তার। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো একগুচ্ছ পতঙ্গবাহিত রোগের বাড়বাড়ন্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষত কলকাতা ও রাজ্যের বেশ কিছু জেলায় সন্দেহভাজন ডেঙ্গি আক্রান্তের ঘটনা বেড়েই চলেছে।
এক্ষেত্রে রোগের উপসর্গ দেখা দিলে কী কী করণীয়, মোটামুটি জানা। কিন্তু রোগটা হওয়ার আগেই তা প্রতিরোধে একেবারে গোড়ার যে কাজ, তাতে আমরা কতটা মনোযোগ দিই?
মশার কামড়। আপাত ভাবে নিরীহ দংশন। কিন্তু এর থেকে যে ভয়ঙ্কর অনেক রোগই ছড়াতে পারে তা আমাদের মোটামুটি জানা। তাই রোগ মোকাবিলার প্রথম কথাই হচ্ছে মশার কামড় আটকানো।
পুকুর বা ঘন জঙ্গল রয়েছে এমন এলাকায় অন্তত এই সময়ে না যাওয়াই ভাল। কারণ মশাদের বংশবৃদ্ধির অন্যতম জায়গা এগুলিই।
মশারি ব্যবহার করা অত্যাবশ্যক। বিশেষত রাতের বেলা ঘুমের সময় বিছানার চারপাশ যেন মশারিতে ঢাকা থাকে।
হাত ও পা ঢাকা জামাকাপড় পরুন। মশার কামড় থেকে অনেকটা বাঁচাবে এই ধরনের পোশাক।
ঘরের দরজা ও জানলা বন্ধ রাখা জরুরি। এতে মশা-মাছি ও পতঙ্গ ঘরে ঢুকতে পারে না। ফলে আপনি অনেকটাই নিরাপদে থাকতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -