Cinnamon Water Benefits: ওজন কমানো থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণ, দারচিনি জলেই ম্যাজিক!
abp ananda
Updated at:
06 Jun 2022 08:32 PM (IST)
1
ভারতীয় রান্নাঘরে রাখা মশলাগুলির মধ্যে একটি হল দারচিনি। এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দারচিনি ভেজানো জল খেলে অনেক সমস্যা দূর হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
হৃদরোগীদের জন্য দারচিনি ভেজানো জল খুব উপকারী। এটি নিয়মিত খেলে অনেক উপকার পাওয়া যায়।
3
পিরিয়ডস এর ব্যথা কম করতে সাহায্য করে এই দারচিনি ভেজানো জল।
4
রক্ত সঞ্চালন আরও ভাল করতে দারচিনির জল খুব উপকারী।
5
পেটে হঠাৎ ব্যথা, হজমের সমস্যা ইত্যাদি দূর করতে দারচিনির জল খুবই উপকারী।
6
এই কারণে অনেক বিশেষজ্ঞই ওজন কমানোর জন্য দারচিনির জল খাওয়ার পরামর্শ দেন।
7
তাই দিনের কোন এক সময় খেতেই পারেন এই দারচিনি ভেজানো জল।
NEXT
PREV
লাইফস্টাইল (lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -