Haircare Tips: পুজোর সময় চুলের অতিরিক্ত যত্ন করতে গিয়ে ক্ষতি করছেন না তো?
দুর্গাপুজোর সময় সবাই নিজেকে জেল্লাদার, চমকপ্রদ দেখাতে চান। এই সময় বেশিরভাগ মানুষই চুল, ত্বকের যত্ন নেন। তবে সেটা করতে গিয়ে উল্টো ফলও হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজোর সময় অতিরিক্ত যত্নবান হতে গিয়ে অনেকেই চুল, ত্বকের ক্ষতি করে ফেলেন। তাই সতর্ক হওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, পুজোর সময় চুল, ত্বক নিয়ে বিশেষ পরীক্ষা-নিরীক্ষা করা উচিত নয়। ক্রিম, লোশন বা অন্যান্য স্কিনকেয়ার প্রোডাক্টসের অতিরিক্ত ব্যবহারের ফলে ক্ষতি হতে পারে।
পুজোর সময় তাই চমক দেওয়ার চেষ্টার বদলে চুলের স্বাভাবিক যত্ন নেওয়াই ভাল।
বিশেষজ্ঞদের মতে, পুজোর সময় হঠাৎ হেয়ার স্টাইলিং প্রোডাক্টসের ব্যবহার বাড়িয়ে দেওয়ার বদলে রোজকার তেল, শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করাই ভাল।
পুজোর সময় রোজ জল দিয়ে ভাল করে চুল ধুয়ে নিতে হবে। চুলে যাতে ময়লা না জমতে পারে, সেটা নিশ্চিত করতে হবে।
পুজোর সময় দূষণের মাত্রা বেড়ে যায়। এখন দিনের বেলা চড়া রোদ, রাতে আবার রাস্তায় প্রচুর আলো। তার ফলে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই চুল বেঁধে রাখা বা স্কার্ফ দিয়ে ঢেকে রাখা ভাল।
চুল বেঁধে বা ঢেকে রাখলে দূষণ ও ধুলোর হাত থেকে রেহাই পাওয়া যায়। ফলে চুলের কম ক্ষতি হয়।
পুজোর সময় পার্লার বা স্যালোতে যাওয়ার বদলে ঘরোয়া পরিচর্যাই ভাল।
পুজোর সময় একটু বেশি হাঁটা, রাত জাগা স্বাভাবিক। ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখার জন্য পর্যাপ্ত ঘুম দরকার। তাই প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি ঘুমের জন্যও নির্দিষ্ট সময় বরাদ্দ করা জরুরি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -