Double Masking in Covid19 : কোভিড থেকে রক্ষা পেতে 'ডাবল মাস্কিং', জোড়া মাস্ক পরার ক্ষেত্রে কী করবেন, কী করবেন না
করোনার বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম অস্ত্র মাস্ক। তবে বর্তমান পরিস্থিতির বিচারে স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ ডাবল মাস্কিং তথা জোড়া মাস্ক পরায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডাবল মাস্কিংয়ের ক্ষেত্রে কী কী করবেন আর কী কী করবেন না সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। একঝলকে রইল সেই বার্তাগুলি
ডাবল মাস্ক পরার ক্ষেত্রে একটি সার্জিকাল ও অপর একটি কাপড়ের মাস্ক পরতে হবে।
দুটি মাস্কেই নাক যাতে ঢাকা থাকে এবং কোনওভাবেই যাতে ফাঁকফোকর না থাকে, সেটা নিশ্চিত করতে মাস্ক বাঁধতে হবে।
দুটো মাস্ক পরে যাতে শ্বাস-প্রশ্বাসে কোনও সমস্যা না হয় সেই বিষয়টির দিকে গুরুত্ব দিতে হবে। যাতে শ্বাস নিতে ব্যাঘাত না ঘটে সেটা নিশ্চিত করেই মাস্ক বাঁধতে হবে।
একই ধরণের কোনও দুটো মাস্ক একসঙ্গে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে নির্দেশিকায়।
একই মাস্ক টানা দু'দিন পরতেও বারণ করা হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকায়।
মাস্ক ব্যবহার করার পাশাপাশি সেটিকে নিয়মিত ব্যবধানে ধোওয়ার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -