Covid Vaccine Wastage : আকালের মাঝেও দেশজুড়ে ভ্যাকসিন অপচয়! তালিকায় রয়েছে কোন কোন রাজ্য
গোটা দেশজুড়ে চলছে প্রবল করোনার দ্বিতীয় ঢেউয়ের সুনামি। মারণ ভাইরাসকে রুখে দেওয়ার অস্ত্র যে ভ্যাকসিন, তা নিয়েও চলছে আকাল। এর মাঝেও হচ্ছে অপচয়!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা দেশজুড়ে সামনে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। যে দশ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সবথেকে বেশি ভ্যাকসিন অপচয় হয়েছে সেই তালিকায় সবার উপরে রয়েছে লাক্ষাদ্বীপ।
লাক্ষাদ্বীপ ছাড়াও হরিয়ানা ও অসমও রবিবার এই নিয়ে টানা দ্বিতীয় দিন দেশের সবথেকে বেশি অপচয় হওয়ায় দশ জায়গার মধ্যে রয়েছে সবার উপরে।
এই মুহূর্তে দেশের একের পর এক জায়গায় ১৮ বছরের বেশি বয়সীদের জন্যও শুরু হয়ে গিয়েছে কোভিডের টিকাকরণের কাজ।
এর মাঝেই চমকে দেওয়া তথ্য হল লাক্ষাদ্বীপের জন্য বরাদ্দ ভ্যাকসিনের ২২.৭৪ শতাংশই অপচয় হয়েছে।
হরিয়ানায় ৬.৬৫ শতাংশ, অসমে ৬.০৭ শতাংশ ভ্যাকসিনের অপচয় হয়েছে বলেই খবর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে।
রাজস্থান (৫.৫০ শতাংশ), পঞ্জাব (৫.০৫ শতাংশ), বিহার (৪.৯৬ শতাংশ) রয়েছে তার পরে।
সবথেকে বেশি অপচয় হওয়া ১০ জায়গার শেষ চারটি হল দাদরা ও নভর হাভেলি (৪.৯৩ শতাংশ), মেঘালয় (৪.২১ শতাংশ), তামিলনাড়ু (৩.৯৪ শতাংশ) ও মণিপুর (৩.৫৬ শতাংশ)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -