Health News: কী ভাবে অ্যালঝাইমার্স আক্রান্ত প্রবীণের দেখভাল করবেন?
অ্যালঝাইমার্স। যাঁরা রোগটি সম্পর্কে জানেন, তাঁদের এটাও জানা যে আক্রান্তের পাশাপাশি তাঁর পরিচর্যার দায়িত্বে থাকা মানুষগুলোকেও কষ্ট দেয় এই রোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতা সত্ত্বেও প্রিয়জনের কারও অ্যালঝাইমার্স ধরা পড়লে পরিজনেরা তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা ও শুশ্রুষা করার চেষ্টা করেন। বিশেষত প্রবীণ কেউ এতে আক্রান্ত হলে পরিচর্যার প্রয়োজন আরও বেশি।
কিন্তু রোগের মাত্রা যত বাড়তে থাকে, ততই রোগীর দেখভাল কঠিন হয়ে উঠতে পারে। এমন অবস্থায় কী করবেন?
রোগটি যত বাড়তে থাকে, তার উপসর্গ তত আলাদা হতে থাকে। তাই কোনও পরিচর্যার একটি বা দুটি নির্দিষ্ট প্রক্রিয়া সব সময় কাজে দেয় না। এটি মাথায় রাখা জরুরি।
উপসর্গ বুঝে সেই মতো এগোলে আক্রান্তকে কিছুটা স্বস্তিতে রাখা যাবে। তবে সে জন্য রোগীর সঙ্গে বোঝাপড়া জরুরি। আর এই বোঝাপড়ার জন্য দেখভালকারীকে কিছু প্রশিক্ষণ নিতে হবে।
বিশেষজ্ঞরা যেমন বলছেন, শুধু কথার মাধ্যমে বোঝাপড়ার চেষ্টা নয়। পাশাপাশি স্পর্শ, চোখের ইশারা ও শব্দ দিয়েও যোগাযোগ করার চেষ্টা করতে হবে রোগীর সঙ্গে।
যদি আক্রান্ত ব্যক্তি আপনার কথা শুনতে না পান, তা হলে তাঁকে নয়, আশপাশের পরিবেশে যে আওয়াজ হচ্ছে সেটা কমানোর চেষ্টা করুন। তাঁর সীমিত ক্ষমতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে ছোট না করাই বাঞ্ছনীয়।
রোগী কী বলছে, মন দিয়ে শুনুন। একই সঙ্গে কথা না বলেও তাঁরা নানা ভাবে নিজের মনের ভাব বোঝাতে পারেন। সেই দিকেও নজর রাখা দরকার। সাধারণভাবে স্নান করা নিয়ে অ্যালঝাইমার্স রোগীদের মধ্যে একটা ভয় তৈরি হয়। পরিচ্ছন্ন জামাকাপড় পরা, খাওয়াদাওয়া এমনকী মলমূত্রত্যাগের ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে কী ভাবে রোগীকে সাহায্য করবেন, সেটা বুঝতে হলে বিষয়গুলি নিয়ে কিছুটা লেখাপড়া করা থাকলে ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -