Breastfeeding Week:জন্মের পর প্রথম ৬ মাস কেন ভরসা শুধু মাতৃদুগ্ধে?
ডাক্তার থেকে সাধারণ মানুষ, সমাজের বিভিন্ন শ্রেণির বড় অংশের মানুষ মনে করেন সদ্যোজাতের কাছে মাতৃদুগ্ধর কোনও বিকল্প হয় না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রত্য়েক বছর, ১ অগাস্ট থেকে ৭ অগাস্ট, বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। উদ্দেশ্য একটাই। সদ্যোজাতের কাছে মাতৃদুগ্ধ কতটা জরুরি, তা নিয়ে প্রচারই এর মূল উদ্দেশ্য।
বিশেষজ্ঞদের সিংহভাগের মতে, মাতৃদুগ্ধের মধ্যে শিশুদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় পুষ্টিগুণ রয়েছে।
ভিটামিন, প্রোটিন এবং ফ্যাটের একেবারে ঠিকঠাক মিশ্রণ থাকে এর মধ্যে যা কিনা শিশুদের একাধিক ব্যাকটিরিয়া ও ভাইরাস মোকাবিলায় সাহায্য করে।
ডাক্তারদের অনেকেরই মতে, মাতৃদুগ্ধ অ্যালার্জি বা অ্যাজমা থকেে শিশুদের রক্ষা করতে সাহায্য করে।
জন্মের প্রথম ৬ মাস যে শিশুরা শুধুই মাতৃদুগ্ধ পান করে, দেখা গিয়েছে তাদের মধ্যে আরও বেশ কিছু রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
যেমন, কানের সংক্রমণ, শ্বাসযন্ত্রের সংক্রমণ ইত্যাদিতে এই শিশুরা অনেক কম ভোগে, মনে করেন বিশেষজ্ঞরা।
ডায়ারিয়ার মতো সমস্যাও অনেক কম হয় তাদের, মনে করেন ডাক্তাররা। এমনকি জন্মের পরবর্তী সময়ে হাসপাতালে ভর্তির হারও অত্যন্ত কম এই শিশুদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -