জলেই যাবতীয় রোগমুক্তি, রোজ সকালে নিয়ম করে পান করছেন তো?
জল ত্বক ভাল রাখে। বয়সের দাগ কমায়। শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ত্বকের কোষগুলো মেরামত করে এবং কোষগুলোর নমনীয়তা বাড়িয়ে তোলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজল রক্ত সংবহন প্রক্রিয়া উন্নত করে। শরীরে জমে যাওয়া বিষাক্ত পদার্থও বেরিয়ে যায় এবং শরীরের রক্ত সংবহন ব্যবস্থাটি আরও উন্নত হয়।
শরীরের ওজন কমাতে জলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জল শরীরের বিপাকীয় ক্রিয়া বা মেটাবলিজমের হারও বাড়িয়ে দেয়।
গরম জল খেলে ব্যথাবেদনা থেকে মুক্তি মেলে, এটি একটি পুরনো ঘরোয়া টোটকা।
জল এবং অন্য তরল পাকস্থলীতে জমে থাকা খাবার ভেঙে দেয় এবং পরিপাকতন্ত্রকে কাজ করতে সাহায্য করে।
জল পাকস্থলীর খাবারকে দ্রুত ভেঙে দেয়, ফলে হজম হয় সহজেই।
জল পরিপাক তন্ত্র আর কিডনিকে খুব ভালোভাবে কাজ করতে সহায়তা করে।
পর্যাপ্ত পরিমানে জল খেলে পেশি, হাড় সুস্থ থাকে।
শরীরকে রোগ মুক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে জল
জল আমাদের শরীরে এনার্জির পরিমান বাড়িয়ে দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -