Health News:স্বাস্থ্য বৈঠকে মাস্ক সরকারি আধিকারিকদের! করোনা নিয়ে সতর্ক করলেন মনসুখ মাণ্ডব্য

Mansukh Mandaviya:এখনও শেষ হয়নি কোভিড, সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।বুধবার এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন তিনি। মন্ত্রী-সহ সকলকেই মাস্ক পরে বসে থাকতে দেখা যায় সেখানে।

স্বাস্থ্য বৈঠকে মাস্ক সরকারি আধিকারিকদের! করোনা নিয়ে সতর্ক করলেন মনসুখ মাণ্ডব্য

1/8
এখনও শেষ হয়নি কোভিড, সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। (ছবি:PTI)
2/8
বুধবার এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন তিনি। মন্ত্রী-সহ সকলকেই মাস্ক পরে বসে থাকতে দেখা যায় সেখানে। (ছবি:PTI)
3/8
বৈঠকের পরে ট্যুইটারে স্বাস্থ্যমন্ত্রী লেখেন, 'কোভিড এখনও চলে যায়নি। সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে সতর্ক হয়ে নজরদারি চালাতে বলেছি।'
4/8
সূত্রের খবর, মূলত ছটি বিষয়ে আলোচনা করার কথা ছিল এই বৈঠকে। ঘরোয়া এবং আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে দিয়ে কী ভাবে সংক্রমিতের আসা আটকানো যায়, সেটি দেখাই লক্ষ্য এই আলোচনার। ((ফাইল ছবি)
5/8
দেশে বর্তমানে কোন কোভিড স্ট্রেনের আধিক্য রয়েছে, বিদেশ থেকে ফেরা ভারতীয় এবং বর্ষবরণের মরসুমে কী ভাবে সংক্রমণ আটকানো যায়, সেটাও আলোচনা হওয়ার কথা ছিল। ((ফাইল ছবি)
6/8
সমস্ত কোভিড-পজিটিভ নমুনা INSACOG ল্যাবে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে গত কালই নোটিস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। (ফাইল ছবি)
7/8
জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল এবং চিনে যে ভাবে সংক্রমণের বাড়বাড়ন্ত হচ্ছে, সেটি দেখেই আগেভাগে সতর্কতা নিচ্ছে কেন্দ্র। (ছবি:PTI)
8/8
এবার বৈঠক ডেকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (ফাইল ছবি)
Sponsored Links by Taboola