Nurses Day 2022: কেন পালিত হয় 'আন্তর্জাতিক নার্স দিবস'?

১২ মে কেন পালিত হয় 'নার্স দিবস'?

1/10
আজ ১২ মে। এদিন সারা পৃথিবীজুড়ে পালিত হয় 'নার্স দিবস' (Nurses Day)। এদিনটিতে সকল নার্সকে তাঁদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।
2/10
আজ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। আর তাই বিশ্বজুড়ে সকল নার্সকে শ্রদ্ধা জানাতে এই দিনটিই বেছে নেওয়া হয়েছে।
3/10
বিশেষ দিনটি 'আন্তর্জাতিক নার্স কাউন্সিল' দ্বারা নির্বাচিত হয়েছিল এবং ১৯৭৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়।
4/10
কিংবদন্তি ব্রিটিশ নার্স এবং সমাজ সংস্কারক ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি তাঁর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির জন্য উৎসর্গ করেছিলেন নিজের জীবন, তিনি এই বিশেষ দিনের অনুপ্রেরণা।
5/10
এই বছরে 'নার্স দিবস'-এর থিম হল, 'নার্সেস: এ ভয়েস টু লিড - নার্সিংয়ে বিনিয়োগ করুন এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষার অধিকারকে সম্মান করুন।'
6/10
বিশ্বের অনেক হাসপাতাল ৬ মে থেকে ১২ মে পর্যন্ত 'আন্তর্জাতিক নার্স সপ্তাহ' পালন করা হয় এবং এর একটি অংশ হিসাবে যোগাসন সেশন, সেমিনার, ওয়েবিনার, প্রচার অভিযান, মজাদার খেলা ইত্যাদি সহ বিভিন্নভাবে উদযাপন চলে।
7/10
'আমি আমার এই সাফল্যকে সম্মান করি; আমি কোনও অজুহাত দিইনি বা নিইনি।' - ফ্লোরেন্স নাইটিঙ্গেল
8/10
'যত্ন, সেবা বা সাহায্য করার ইচ্ছার কারণে প্রত্যেক নার্স নার্সিংয়ের প্রতি আকৃষ্ট হন।' - ক্রিস্টিনা ফিস্ট হেইলমেয়ার
9/10
'নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হল অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা।' - মহাত্মা গাঁধী
10/10
'প্রায়শই আমরা একটু স্পর্শ, একটু হাসি, আন্তরিক কথা, শোনার জন্য কান, ভাল প্রশংসা, বা যত্ন নেওয়ার ক্ষুদ্রতম কাজের শক্তিকে অবহেলা করি; যার সবকটিতেই একটি জীবন বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।' - লিও বুস্কাগ্লিয়া
Sponsored Links by Taboola