Health News:বায়ুদূষণের প্রভার মস্তিষ্কেও, চিন্তার কারণ নতুন গবেষণায়
নয়াদিল্লির (New Delhi AQI) বাতাসের গুণমান নিয়ে গত বেশ কিছু দিন ধরে চিন্তায় গোটা দেশ। ধোঁয়াশার মোটা চাদরে ঢেকে রাজধানী শহর। তার মধ্যে এক নতুন গবেষণায় ধরা পড়েছে, বায়ুদূষণের ধাক্কা শুধু ফুসফুস বা হৃৎপিণ্ড নয়, পড়তে পারে মস্তিষ্কেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজার্নাল 'এনভায়রনমেন্টাল হেলথ'-এ (Journal গবেষণাপত্রটি প্রকাশ হওয়ার পর নতুন করে বায়ুদূষণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সহজ করে বললে, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এবং ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়ার একদল গবেষকের যৌথ উদ্যোগে যে পরীক্ষা হয়েছিল, তাতে উঠে আসে, যে ঘণ্টাদুয়েকের মাঝারি মানের ডিজেল দূষণের ধাক্কায় জেরবার হতে পারে মস্তিষ্কের 'ফাংশনাল কানেকটিভিটি'।
গবেষণার জন্য ২৪ জন সুস্থ-সবল প্রাপ্তবয়স্ককে বেছে নিয়েছিলেন বিজ্ঞানীরা। তার পর খুব সামান্য সময়ের জন্য পরীক্ষাগারের মধ্যেই ডিজেল বর্জ্য এবং ফিল্টার হয়ে আসা বায়ুর মধ্যে রাখা হয় তাঁদের।
গবেষকদলটির দাবি, ডিজেল বর্জ্য এবং ফিল্টার হয়ে আসা বায়ুর মধ্যে তাঁদের রাখার আগে ও পরে প্রত্যেক অংশগ্রহণকারীর মস্তিষ্কের কার্যকলাপ 'ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিংয়ের' মাধ্যমে মাপা হয়।
ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এবং ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়ার বিজ্ঞানীদের দাবি, স্মৃতি-সহ যে কোনও 'ইন্টারনাল মেন্টাল স্টেট' সক্রিয় হলে মস্তিষ্কের 'ডিফল্ট মোড নেটওয়ার্ক'-এলাকা জেগে ওঠে। গবেষকরা দেখেছেন, ডিজেল বর্জ্যে রাখার পর এই 'ডিফল্ট মোড নেটওয়ার্ক'-এর 'ফাংশনাল কানেকটিভিটি' স্লথ হয়ে যায়।
এই দলেরই আর এক গবেষক, জোডি গরিলুকের মতে, 'আমরা দেখেছি, মস্তিষ্কের এই এলাকার কার্যক্ষমতা কমে যাওয়ার অর্থ বুদ্ধি ও বিবেচনাবোধ ও তার সঙ্গে জড়িত কাজকর্মে ধাক্কা এবং অবসাদের বাড়বৃদ্ধি।'
তবে গবেষকদলের দাবি, এক্ষেত্রে মস্তিষ্কের এই অঞ্চলের কার্যক্ষমতা কমার অর্থ ঠিক কী, সেটি নির্দিষ্ট ভাবে বুঝতে হলে আরও গবেষণা জরুরি। একই সঙ্গে আরও একটি বিষয়ে সাবধান করছেন তাঁরা। এই দূষণের ধাক্কা যদি নিয়মিত হয়, তা হলে মস্তিষ্কে এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে বলে ধারণা তাঁদের। অতএব ঢিলেমি দেওয়ার কোনও জায়গা নেই, সতর্ক হতে হবে সময় থাকতেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -