Monsoon Health:বর্ষা মানেই জলবাহিত রোগের আশঙ্কা, আপনি সতর্ক তো?
বর্ষাকাল মানে জায়গায় জায়গায় জমা জল। সঙ্গে একাধিক সমস্যা যার অন্যতম জলবাহিত রোগ। বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, বছরের এই সময়টা অন্তত পাঁচটি জলবাহিত রোগের প্রাদুর্ভাব হওয়ার আশঙ্কা থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় রয়েছে কলেরা, লেপটোস্পাইরোসিস, ডিসেন্ট্রি, টাইফয়েড এবং হেপাটাইটিস এ।
এর মধ্যে প্রথমেই কলেরা সম্পর্কে সতর্ক থাকার কথা বলছেন ডাক্তাররা। সাধারণত 'ভিব্রিও কলেরি' নামে ব্যাকটিরিয়া থেকে এই রোগের সূত্রপাত।
এই ব্যাকটিরিয়া সংক্রমিত জল ও খাবার থেকেই কলেরা ছড়ায়।
তালিকায় এর পরেই থাকছে লেপটোস্পাইরোসিস। সাধারণত 'লেপটোস্পাইরো' নামের ব্যাকটিরিয়ায় সংক্রামিত জল বা মাটির সংস্পর্শে এলে এই রোগ হতে চায়।
ব্যাকটিরিয়া-সংক্রমিত খাবার বা জল সেবনেও রোগটি হতে পারে। বর্ষার সময় আরও একটি চেনা অসুখের নাম ডিসেন্ট্রি।
সাধারণত জলের পর্যাপ্ত পরিশোধন না হলে এই রোগ হতে চায়। পরজীবী এবং ব্যাকটিরিয়া, দু'টি উৎসই রয়েছে এই রোগের। অন্য দিকে জল বা খাবারে 'সালমোনেলা টাইফি' ব্যাকিটিরিয়ার সংক্রমণ হলে ও সেই জল বা খাবার মানবদেহে গেলে সেখান থেকে টাইফয়েড হওয়ার আশঙ্কা থাকে এই মরসুমে।
হেপাটাইটিস-এ এই সময়ের অন্যতম অসুখ। সংক্রমিত ব্যক্তির সরাসরি সান্নিধ্যে এলে এই রোগ হতে পারে। তা ছাড়া সংক্রমিত খাবার ও জল থেকে ছড়াতে পারে হেপাটাইটিস-এ। সবকটি রোগ থেকে বাঁচার একমাত্র উপায়, ব্যক্তিগত স্তরে কড়া পরিচ্ছন্নতা বজায় রাখা ও স্বাস্থ্য়বিধি অক্ষরে অক্ষরে মেনে চলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -