International Anti Drug Day: কিছুতেই ধূমপান ছাড়তে পারছেন না? সাহায্য করবে এই কয়েকটি খাবার
রোজ কাঁচা বা সেদ্ধ আমলকি খান। ধূমপানের ফলে শরীরে জমা দূষিত পদার্থ দ্রুত দূর হবে। ধূমপানের প্রতি দ্রুত কমবে আগ্রহও কমবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটক জাতীয় ফল নিকোটিনের প্রতি আসক্তি কমাতে সহায়ক। এই সব ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। কমলালেবু, পাতিলেবুর অ্যান্টি টক্সিন ক্ষমতা শরীরকে সুস্থ রাখে, নিকোটিনের কু-প্রভাব কমায়।
যাঁরা অনেক চেষ্টা করেও ধূমপান ছাড়তে পারছেন না তাঁরা রোজ সকালে খালি পেটে ত্রিফলা ভেজানো জল খাওয়ার অভ্যাস করুন। ধূমপান করার ইচ্ছা কমে আসবে।
সবুজ শা-সবজিতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকায় আপনার লিভার ভাল রাখে। আর লিভারের কর্ম ক্ষমতা বাড়লেই কমে যায় শরীরে নিকোটিনের চাহিদা। পালং ছাড়াও অ্যাসপারাগস, বিট এবং চা থেকেও এই পুষ্টি পাওয়া সম্ভব।
আদা চাও ধূমপানের আসক্তি কমাবে। প্রতিদিন আদা চা খাওয়া অভ্যাস করুন। আর ফল দেখুন হাতেনাতেই
ধূমপানের আসক্তি কমাতে আদা দারুণ উপকারী। অল্প নুন মাখিয়ে আদা কুচি মুখে দিন। ধূমপানের প্রতি আগ্রহ কমবে অনেকটাই।
মিন্ট বা পুদিনা ধূমপানে আসক্তি কমাতে দারুণ উপকারী। ধূমপানের ইচ্ছা হলেই পুদিনা পাতাগুলি চিবিয়ে নিন। নিকোটিনের প্রতি আগ্রহ কমবে।
দিনের যে সময়ে সিগারেট খেতেন সেই সময় মুখে রাখুন মৌরি। ধীরে ধীরে এই অভ্যাস তৈরি করুন। দেখবেন সিগারেট খাওয়ার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে।
ড্রাই ফ্রুটস নিকোটিনের প্রতি আসক্তি কমায়। ড্রাই ফ্রুটস-এ ক্যালোরির পরিমাণ বেশি থাকায় শরীরের কার্যক্ষমতা বাড়ায়। ফলে, ধূমপান ছেড়ে দেওয়ার পরের পরিস্থিতি সামলাতে সাহায্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -