ঝাল কিছু খেলেই হেঁচকি উঠতে থাকে ? কী করবেন

Health Tips To Prevent Hiccups :অনেকেরই ঝাল খেলেই হেঁচকি ওঠে। এমনকি জল খেয়েও ঠিক হয় না তা। কী করবেন

ঝাল কিছু খেলেই হেঁচকি উঠতে থাকে ? কী করবেন

1/10
অনেকেরই ঝাল খেলেই হেঁচকি ওঠে। এমনকি জল খেয়েও ঠিক হয় না তা।
2/10
হেঁচকি শুরু হলে কিছতেই থামতে চায় না। এরপর অস্বস্তি বাড়তে থাকে।
3/10
বিশেষজ্ঞদের মতে, খাবারের হজমের সমস্যা থাকলে হেঁচকি উঠতে পারে।
4/10
তবে এটা মোটেই ভাল নয়। এর ফলে স্নায়ু, কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যাও তৈরি হতে পারে।
5/10
ফুসফুসের নিচে ডায়াফ্রাম নামের একটা পাতলা চামড়া থাকে। এটি সংকুচিত হলেই হেঁচকি ওঠে।
6/10
আবার অতিরিক্ত খাবার খেলে কিংবা ঝাঁঝ যুক্ত পানীয়তেও হেঁচকি উঠতে পারে।
7/10
তবে এই অবস্থায় আদা খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
8/10
লেবুর রসের সঙ্গে আদার কুচি মিশিয়ে খেলেও হেঁচকি থেমে যেতে পারে
9/10
হেঁচকি থামাতে লম্বা শ্বাস নিলেও ভাল কাজ হয়। হালকা ব্যায়াম করতে পারেন।
10/10
হেঁচকি থামাতে মাখন মুখে নিলেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
Sponsored Links by Taboola