Health Care: ক্লান্তি দূর করতে গিয়ে এই খাবারগুলি খাচ্ছেন নাতো ?
Stamina Boosting Foods: অনেকেই কাজ থেকে ফিরে মাথা তুলতে পারেন না। ক্লান্তি দূর করতে নানা খাবার খান। যদি না জেনে খান, হিতে বিপরীত হতে পারে। কী করবেন , দেখুন একনজরে
ক্লান্তি দূর করতে গিয়ে এই খাবারগুলি খাচ্ছেন নাতো ?
1/10
অনেকেই কাজ থেকে ফিরে মাথা তুলতে পারেন না। ক্লান্তি দূর করতে নানা ধরণের খাবার খান। যদি না জেনে খান, হিতে বিপরীত হতে পারে।
2/10
মূলত ক্লান্তি দূর করতে গিয়ে, অনেকেই অফিস থেকে ফিরে, মিষ্টি খেতে পছন্দ করেন। ক্লান্তি তো যাবেই না, উল্টে যা শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে।
3/10
অপরদিকে, অনেকেই ঘুম তাড়াতে এনার্জি বাড়াতে কফি খেতে পছন্দ করেন। সেটাও শরীরের জন্য বেশ ক্ষতিকর। হতে পারে সেল ড্যামেজ পর্যন্ত। অ্যাসিডিটিতেও ভুগতে পারেন।
4/10
বেশি করে তৈলাক্ত খাবার খেলেও ক্লান্ত লাগতে পারে। শরীর ভারী লাগতে পারে। নিজেকে শক্তিশালী এবং তাজা রাখতে চাইলে, সব সময় সুষম খাদ্য খান।
5/10
তবে হ্যাঁ প্রসেজড ফুডও আমাদের শরীরের জন্য বিপদ ডেকে আনে। প্রসেজড ফুড খেলে ক্লান্তি ফিরে আসতে পারে।
6/10
অনেকেই টেনশন ফ্রি হতে মদ্যপান করেন। ভাবেন মেন্টালি ফ্রেশ থাকবেন। কিন্তু ঘটনাটা উল্টো হয়। এতে রক্তে ফ্যাট জমা শুরু হয়। উল্টে শরীর আরও ক্লান্ত হয়ে পড়ে।
7/10
এবার কথা হচ্ছে, ক্লান্তি থেকে মুক্তি পেতে কী করবেন। এক্ষেত্রে সবার প্রথমে একটা ফলের নাম আসে। সেটা হল কলা। যা খেলে আমাদের শারীরিক ক্ষমতা বাড়ে।
8/10
কাঠবাদাম খেলেও শরীর ফিট থাকে। ক্লান্তি দূর হয়। মূলত কাঠবাদামে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। তাই ক্লান্তি দূর হয়।
9/10
কিশমিশ খেলেও ক্লান্তি থেকে মুক্তি পেতে পারেন। শরীরে এনার্জি ফিরে আসতে পারে। তবে ডায়াবেটিক হলে কিশমিশ থেকে দূরে থাকুন।
10/10
মাখানা খেলেও শরীরের ক্লান্তি দূর হয়। সেই সঙ্গে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। মূলত এতে সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে।
Published at : 28 Jan 2025 04:00 PM (IST)