Lentils Benefit: ত্বকের যত্নে ম্যাজিক দেখাতে পারে মুসুর ডাল? কীভাবে ব্যবহারে মিলবে সুফল?
আপনার ত্বকের যত্নে মুসুর ডালের জাদুকরী ব্যবহার, যা অবাক করবে আপনাকেও। বাঙালির পছন্দের খাবার ডাল-ভাত। পাতলা মসুর ডালের স্বাদ আদি ও অকৃত্রিম। সেই সঙ্গে ত্বকের যত্নেও মসুর ডালের জুড়ি মেলা ভার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়িতে সহজেই মসুর ডাল নিয়ে আপনি ত্বকের যত্ন নিতে পারেন। চলুন ত্বকের যত্নে মসুর ডালের ব্যবহার জেনে নেওয়া যাক।
আপনার ত্বকের ধরন অনুযায়ী মসুর ডালকে বেস হিসেবে ব্যবহার করে তৈরি করতে পারেন বিভিন্ন রকমের ফেসপ্যাক। ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে মসুর ডালের ফেসপ্যাক ৷
চার চা চামচ মসুর ডাল ভিজিয়ে রাখুন সারা রাত ৷ সকালে তার সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে পেস্ট করে নিন ৷ মিশ্রণটি মুখে, ঘাড়ে, গলায় ভালো করে মালিশ করুন ৷ পনেরো-বিশ মিনিট রেখে মালিশ করতে করতে ধুয়ে ফেলুন।
সারা রাত ভিজিয়ে রাখা চার চামচ মসুর ডালের সঙ্গে মেশান অর্ধেক কাপ দুধ এবং কিছু আমন্ড ৷ তারপর ভালো করে ব্লেন্ড করে ফেলুন ৷ একইভাবে মুখ, ঘাড় ও গলায় মালিশ করুন ৷ ২০ মিনিট রেখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
image 6
image 7
- - - - - - - - - Advertisement - - - - - - - - -