Low Blood Pressure : লো ব্লাড প্রেসার কি বিপজ্জনক ? কখন ওষুধ খেতে হবে ?
হঠাৎ করেই মাথা ঝিমঝিম, ব্ল্যাকআউট বা মাথা ঘুরে যাওয়া। প্রেসার মেপে দেখা গেল স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে। কী করবেন? বড় কোনও ক্ষতি হয়ে যাবে না তো ? লো প্রেসার নিয়ে এমন আতঙ্কে অনেকেই ভোগেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযখন কারও শরীরের ব্লাড প্রেসার মাপা হয় তখন চলতি কথায় আমরা যাকে উপরের প্রেসার বলি সেটি আসলে Systolic BP, নিচের দিকের প্রেসারের অর্থ diastolic প্রেসার।
সাধারণত ধরা হয় - স্বাভাবিক রক্তচাপ systolic: ১২০ বা তার কম mm Hg, diastolic: ৮০ mm Hg, নিম্ন রক্তচাপ systolic: ১০০ বা তার কম mm Hg, diastolic: ৬০ mm Hg
কিন্তু ব্লেড প্রেসার লো হলেও কেউ কেউ তা নিয়েই জীবন কাটিয়ে দেন স্বচ্ছন্দে। কোনও সমস্যা দেখা যায় না। চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় জানালেন, মহিলাদের মধ্যে ব্লাড প্রেসার লো হওয়ার প্রবণতা বেশি। ' কোনও কোনও মহিলা তো বুঝতেই পারেন না তিনি লো ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছেন।
কিন্তু যদি কারও ব্লাড প্রেসার কম হওয়ার দরুণ নানা শারীরিক সমস্যার সৃষ্টি হয়, তাহলে চিকিৎসার প্রয়োজন। যেমন - মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, সর্বদা দুর্বল লাগা, মাথা ঘুরে পড়ে যাওয়া, চোখে আঁধার দেখা , সেক্ষেত্রে চিকিৎসকরা পরীক্ষা করে দেখবেন, তাঁর অন্য কোনও শারীরিক সমস্যা হচ্ছে কিনা
লো প্রেসার কেন হচ্ছে দেখে নিয়ে সেই রোগের চিকিৎসা করাতে হবে। লো প্রেসারের এমনি কোনও ওষুধ নেই, যা সাথে-সাথে প্রেসার বাড়ায়। লো প্রেসারের প্রতিকারে ওআরএস খাওয়াতে হবে।
রোগী ওআরএস খেতে না পারলে, স্যালাইন ওয়াটার দিতে হবে । বাড়িতে নুন জল খাওয়াতে হবে।
যাঁদের লো প্রেসারের কোনও উপসর্গ নেই, তাঁরা দিব্যই আছেন লো ব্লাড প্রেসার নিয়ে, তাঁদের চিন্তার কারণ তেমন নেই।
হু-এর নির্দেশিকা অনুসারে, ব্লাড প্রেসার যদি ১৪০/৯০ এর বেশি হয়, তবে তো ওষুধ চালু করতেই হবে। কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন শুরু করতে হবে সময় থাকতেই। দরকারে ২০ পেরলেই। আজকাল মাঝ ২০ বয়সের হাইপারটেনশনের রোগী সংখ্যায় প্রচুর। অবহেলায় ঘটে যেতে পারে বড় বিপদ।
পরামর্শ বিশিষ্ট চিকিত্সক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়ের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -