ঋতুচক্র চলাকালীন পরিচ্ছন্নতা জরুরি, কীভাবে বজায় রাখবেন? রইল উপায়

ফাইল ছবি

1/10
পিরিয়ডের সময়ে সঠিক নিয়মে পরিচ্ছন্ন না থাকলে মূত্রনালি এবং যোনিপথে ক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সময়ে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
2/10
টাইট জামাকাপড় না পড়বেন না এই সময়ে। যতটা পারবেন হালকা কাপড় পরুন
3/10
ভারী কোনও ব্যায়াম করবেন না। আচমকা কোথায় লেগে গেলে সমস্যা হতে পারে।
4/10
ন্যাপকিন বা অন্তর্বাস বদলানোর আগে বা পড়ে ভাল করে হাত ধুয়ে নিন এবং বাথরুম পরিষ্কার রাখুন।
5/10
বার বার জল দিয়ে ধুয়ে নিন। এরপর তোয়ালে দিয়ে স্পঞ্জ করে মুছে নিন। পরিচ্ছন্ন শুকনো অন্তর্বাস পুরুন। অন্যথ্যায় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।
6/10
মাসের এই কটা দিন খাবারের দিকে বিশেষ নজ দিন। রাস্তার খাবার না খাওয়াই ভাল। স্বাস্থ্যকর খাবার রাখুন রোজের খাদ্য তালিকায়।
7/10
প্রত্যেকদিন সাবান দিয়ে স্নান করুন। হালকা গরম জলেও স্নান করতে পারেন এই সময়ে। এতে ব্যথা থেকে খানিকটা আরাম পাওয়া যায়।
8/10
টিস্যু পেপার ব্যবহার করবেন না। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথা হলেই যেকোনও ওষুধ খেয়ে নেবেন না। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
9/10
এই সময়ে অনেকেই পেটের ব্যথায় কষ্ট পান, তাঁরা মাঝেমধ্যে গরম জল খেতে পারেন। এতে ব্যথার উপশম হবে কিছুটা
10/10
বার বার জল দিয়ে ধুয়ে নিন। এরপর তোয়ালে দিয়ে স্পঞ্জ করে মুছে নিন। পরিচ্ছন্ন শুকনো অন্তর্বাস পুরুন। অন্যথ্যায় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। (ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।)
Sponsored Links by Taboola