Mushrooms Cooking Tips : বাড়িতে মাশরুম রান্নার জন্য যে বিষয়গুলি মাথায় রাখা দরকার
স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী মাশরুম। চিকিৎসক এবং পুষ্টিবিদরা স্বাস্থ্যের উন্নতির জন্য খাবারের তালিকায় মাশরুম রাখারও পরামর্শ দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যান্য পুষ্টিকর খাবারের মতো আমরা বাড়িতে সহজেই রান্না করতে পারি মাশরুম। তবে, মাশরুম রান্নার আগে কয়েকটা বিষয় অবশ্যই খেয়ালে রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
সবার আগে যেটা খেয়াল রাখা দরকার, তা হল, বাজার থেকে মাশরুম কেনার আগে ভালো করে দেখে তবে কিনবেন। মাশরুমে যেন কোনওরকম কালো দাগ ছোপ না থাকে।
বাজার থেকে মাশরুম কিনে আনার পর তা ভাল করে পরিস্কার করে তবে রান্নায় ব্যবহার করবেন। মাশরুমের গায়ে যেন কোনওভাবেই নোংরা না লেগে থাকে।
সেদ্ধ, রোস্ট কিংবা গ্রিলড, নানাভাবে খেতে পারেন স্বাস্থ্যের জন্য উপকারী মাশরুম।
মাশরুমের সঙ্গে ক্যাপসিকাম, ব্রকোলির মতো স্বাস্থ্যকর সব্জি রান্নায় ব্যবহার করতে পারেন।
রান্নার সময় খেয়াল রাখবেন, মাশরুম রান্না হতে একটু বেশি সময় লাগে। তাই ধীরে ধীরে সময় দিয়ে মাশরুম রান্না করুন।
রান্নার সময় কখনওই একসঙ্গে বেশি পরিমাণে মাশরুম কড়াইতে দিয়ে ফেলবেন না। কারণ, পুষ্টিবিদরা বলছেন, মাশরুম নরম হতে সময় নেয়। যদি একসঙ্গে অনেক মাশরুম কড়াইতে দিয়ে দেন, তাহলে তা সঠিকভাবে সেদ্ধ নাও হতে পারে।
রান্না করার পরই মাশরুম খেয়ে নেওয়া দরকার। মাশরুম মোটেই রান্না করে দীর্ঘক্ষণ রেখে দেবেন না।
আশেপাশে অনেক এমন মাশরুম দেখতে পাবেন। তবে, তা খাওয়ার আগে সাবধান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -