Osteoarthritis: গাঁটে ব্যথা? অবহেলা করবেন না, হতে পারে অস্টিওআর্থ্রাইটিস
সারা বিশ্বে কয়েক কোটি মানুষ অস্টিওআর্থ্রাইটিসে ভোগেন। যে কোনও বয়সের মানুষই এই রোগের শিকার হতে পারেন। চিকিৎসার মাধ্যমে কমানো সম্ভব, কিন্তু এই রোগ পুরোপুরি দূর করা এখনও সম্ভব হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅস্টিওআর্থ্রাইটিসে শরীরের যে কোনও অঙ্গেরই গাঁট ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে মূলত হাত, হাঁটু, কোমর ও মেরুদণ্ডই ক্ষতিগ্রস্ত হয়।
যে কার্টিলেজগুলি হাড়কে রক্ষা করে, সেগুলির যখন ক্ষয় হতে থাকে, তখনই অস্টিওআর্থ্রাইটিস হয়। প্রচণ্ড ব্যথা হয়, সংশ্লিষ্ট অংশ অসাড় হয়ে যায়, সামান্য চাপ পড়লেই যন্ত্রণা হয়, এমনকী হাড় ক্ষতিগ্রস্তও হয়।
অস্টিওআর্থ্রাইটিস হলে সংশ্লিষ্ট অঙ্গটির প্রতিবর্ত ক্রিয়া কমে যায়। ভালভাবে সেই অঙ্গটি নাড়ানো সম্ভব হয় না। হাড়ের উপর বেশি চাপ পড়ে, হাড়ে যন্ত্রণা হয়।
অস্টিওআর্থ্রাইটিস একেবারেই অবহেলা করা উচিত নয়। গাঁটে যন্ত্রণা শুরু হলে বা শরীরের কোনও একটি অংশ অসাড় হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও গোটা অংশই অস্টিওআর্থ্রাইটিসের ফলে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে হাড়ের গঠনতন্ত্রেও বদল আসে।
বয়স বাড়লে অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। মহিলাদের মধ্যেই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি দেখা যায়। অতিরিক্ত ওজনও অস্টিওআর্থ্রাইটিসের অন্যতম কারণ। গাঁটে কোনওরকম চোট লাগলে সেটাও পরবর্তীকালে অস্টিওআর্থ্রাইটিসে পরিণত হতে পারে।
গাঁটের উপর যদি অত্যধিক চাপ পড়ে, তাহলেও সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। যাঁরা খেলার সঙ্গে যুক্ত, তাঁদের অস্টিওআর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। অনেকের আবার জিনগত প্রবণতা থাকে। অনেকের জন্ম থেকেই হাড় ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে।
শরীরে অতিরিক্ত আয়রন থাকলে এবং ডায়াবেটিস থাকলে অস্টিওআর্থ্রাইটিসের আশঙ্কা থাকে।
অস্টিওআর্থ্রাইটিসের ঠিকমতো চিকিৎসা না করা হলে এই রোগ বাড়তেই থাকে। তাই শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাহলে সুস্থ থাকা সম্ভব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -