Ovarian Cancer: জরায়ুর ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি কী কী? নিরাময় সম্ভব?
বিশ্বজুড়েই নিঃশব্দে মৃত্যুর ভয়ঙ্কর থাবা বসাচ্ছে জরায়ুর ক্যান্সার। হাজার হাজার নারী এই প্রাণঘাতী রোগে আক্রান্ত। সচেতনার অভাবে রোগ নির্ণয় করতে করতে শেষ পর্যায়ে পৌঁছে যান রোগী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষ করে ৫০ বছর বয়স্ক বা এর চেয়েও বেশি বয়সের নারীরা জরায়ু ক্যান্সারে বেশি আক্রান্ত হয়ে থাকেন। জরায়ু ক্যান্সারকে 'সাইলেন্ট কিলার' বলা হয়ে থাকে। অনেকেই প্রাথমিক লক্ষণগুলি বুঝতে পারেন না।
এন্ডোমেট্রিয়াম (জরায়ুর ভেতরের আবরণ) গ্রন্থিগুলোর কোষ থেকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাসের সৃষ্টি হয়। ম্যালিগন্যান্ট মিক্সড মুলেরিয়ান টিউমারও হয়।
এছাড়াও, সার্ভিকাল ক্যান্সার, ইউটেরিন সারকোমাও এই জরায়ু ক্যান্সারের প্রকারভেদ। ক্যান্সার কোষগুলি আশেপাশের টিস্যুকে আক্রমণ করতে পারে এবং টিউমার থেকে ভেঙে শরীরের যেকোনো জায়গায় ছড়িয়ে পড়তে পারে, যার ফলে জরায়ুর ক্যান্সারের মারাত্মক জটিলতা দেখা দেয়।
জরায়ু ক্যান্সারের প্রাথমিক কিছু লক্ষণ হল- অনিয়মিত মাসিক চক্র, পা ফুলে যাওয়া, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে রক্ত, প্রস্রাব নিয়ন্ত্রণে অক্ষমতা, ওজন হ্রাস, মলদ্বারে ব্যথা বা রক্তপাত।
তবে চিকিৎসকেরা জানিয়েছেন, জরায়ুর ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে সাধারণত খুব কম উপসর্গ থাকে। বেশিরভাগ উপসর্গ শুধুমাত্র পরবর্তী পর্যায়ে দেখা যায়।
জরায়ুর ক্যান্সারের প্রাথমিক নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রাথমিক পর্যায়ে এটি সহজেই চিকিৎসাযোগ্য। পরবর্তী পর্যায়ে, এটি চিকিৎসা করা কঠিন এবং এইভাবে মহিলার আয়ু প্রায় ৫ বছর হ্রাস পায়।
ক্রায়োথেরাপি, লেজার থেরাপি, হিস্টেরেক্টোমি, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, কেমোরেডিয়েশন-এর মাধ্যমে চিকিৎসা করে এই ক্যান্সার রুখতে পারার চেষ্টা করেন চিকিৎসকেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -