Wearing Contact Lenses: শুধু পরলে হবে! যত্ন অনেক, কনট্যাক্ট লেন্স কেনার আগে জেনে নিন খুঁটিনাটি
দেখার সমস্যা থাকলেও চশমার ঝক্কি পোহাতে চাই না আমরা অনেকেই। তার বিকল্প হিসেবে বেছে নিই কনট্যাক্ট লেন্স। অনেকে আবার শখের বশেই কনট্যাক্ট লেন্স পরেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু ঝোঁকের মাথায় কনট্যাক্ট লেন্স কিনে ফেললেও, তার সঠিক ব্যবহার জানেন তো! কনট্যাক্ট লেন্স পরা, খোলা, সব ক্ষেত্রেই কিছু নিয়ম মেনে চলা জরুরি।
কনট্যাক্ট লেন্স পরে থাকা অবস্থায় কখনও ঘুমোতে যাবেন না। অন্যথায় তা থেকে সংক্রমণ ছড়াতে পারে। চোখজ্বালার সমস্যা তো হতেই পারে, আবার ক্ষতিগ্রস্ত হতে পারে চোখের মণিও।
চিকিৎসকদের যুক্তি, চোখ বন্ধ থাকলে চোখের মধ্যে সে ভাবে অক্সিজেনও গিয়ে পৌঁছয় না। তাতে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়। আবার চোখের পাতায় জীবাণু থাকলে, তা কনট্যাক্ট লেন্সেও গিয়ে পৌঁছনোর আশঙ্কা থাকে।
সাঁতার কাটা বা স্নানের সময়ও কনট্যাক্ট লেন্স পরে থাকবেন না। নদী, সমুদ্র, হ্রদ, সুইমিং পুল এমনকি বাড়ির কলেপ জলেও অ্যাকানথামিবা নামের এক রকমের ব্যাকটিরিয়া থাকে, তা লেন্সে আটকে থাকলে সংক্রমণ হতে পারে।
স্যালাইন বা লবণ জলে কখনও কনট্যাক্ট লেন্স ধোওয়া উচিত নয়। এতে লেন্স জীবাণুমুক্ত হয় না। বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই লেন্স ডিসইনফেকট্যান্ট ব্যবহার করা উচিত।
প্রতি তিন মাস অন্তর কনট্যাক্ট লেন্স রাখার কেস বদল করা উচিত। টুথব্রাশ এবং কিচেন স্পঞ্জের মতোই কনট্যাক্ট লেন্স নোংরা হয়ে যায়।
টাকা বাঁচাতে একটি কনট্যাক্ট লেন্স সলিউশন একাধিক বার ব্যবহার করা উচিত নয়। এক বার খোলা মানেই তার জীবাণুনাশক শক্তি হ্রাস পায়।
প্রথম প্রথম কনট্যাক্ট লেন্স পরলে অনেকেই অস্বস্তি বোধ করেন। চোখজ্বালার মতো সমস্যা দেখা দেয়। সে সব অগ্রাহ্য করে কনট্যাক্ট লেন্স পরে থাকবেন না। তা থেকে সংক্রমণ হতে পারে যেমন, তেমনই ক্ষতিগ্রস্ত হতে পারে চোখের মণি।
চশমার কাচ মুছতে অনেক সময়ই মুখ থেকে ভাপ দিই আমরা। কনট্যাক্ট লেন্সের ক্ষেত্রে একেবারেই তা করবেন না। মুখে অনেক রকমের জীবাণু থাকে, তা চোখেও প্রবেশ করবে।
ইউজ অ্যান্ড থ্রো কনট্যাক্ট লেন্স কিনলে তা একদিন পরেই ফেলে দিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -