প্রিম্যাচিওর বেবিদের হাসপাতাল থেকে বাড়ি আনার পর কীভাবে যত্ন নেবেন ?
গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে যে বাচ্চার জন্ম হয়, তাদেরই প্রিম্যাচিওর বেবি (Premature Baby ) বলা হয়ে থাকে। জন্ম থেকেই এঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাসপাতালে একটা পর্যায় অবধি চিকিৎসার পরই এই শিশুদের বাড়ি ছেড়ে দেওয়া হয়। তবে এদের যত্ন নেওয়ার পদ্ধতি কিন্তু পূর্ণ সময়ের পরে জন্মানো বাচ্চাদের থেকে অনেকটা আলাদা। দরকার বিশেষ যত্ন, অনেক বেশি সাবধানতা।
শিশু বাড়িতে আসার পর ভয় কী নিয়ে? Sudden infant death syndrome (SIDS) যাকে cot death ও বলা হয়ে থাকে, এর অর্থ ঘুমের মধ্যে শিশুমৃত্যু। এই ধরনের ঘটনা প্রিম্যাচিওর শিশুর ক্ষেত্রে একটু বেশি ঘটে থাকে তুলনামূলকভাবে। তাই এদের দিকে বিশেষ নজর রাখতে হবে।
এই শিশুদের উপুর করে না শোয়ানোই ভাল। এতে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে।
চিৎ হয়ে শোওয়ালে বাচ্চার উপর নজর রাখা যেমন সুবিধেজনক তেমনই তার পক্ষেও শ্বাস নেওয়া সুবিধের।
অতিরিক্ত লেপ-কম্বল চাপা দেবেন না মোটেই। এতে শ্বাসে সমস্যা হতে পারে।
মায়ের সঙ্গে একই বিছানায় শোওয়ানোও এড়িয়ে চলা ভাল। একসঙ্গে শুতে গেলে খেয়াল রাখতে হবে বাচ্চার উপর যেন অতিরিক্ত চাপা না পড়ে যায়।
প্রিম্যাচিওর শিশুদের ক্ষেত্রে কী করা অবশ্য জরুরি। পাবলিক প্লেসে নিয়ে যাবেন না। বাড়িতে বেশি লোকজনের জমায়েত বন্ধ রাখুন।
বাইরের লোক যেন বাচ্চাকে কোলে না নেন। প্রয়োজনে বাইরে থেকে এসে ভালভাবে পরিষ্কার হয়ে, অ্যাপ্রন পরে কোলে নিন।
বাড়ি আসার পরও প্রিম্যাচিওর বাচ্চাদের বিশেষ যত্নের প্রয়োজন পড়ে। সামান্য অবহেলায় হতে পারে বড় বিপদ। তাই এই নিয়মগুলি মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -