Red Eyes: চোখ লাল হয়ে জল পড়ছে? সমস্যা থেকে বাঁচতে মেনে চলুন এই উপায়গুলি
অনেকেই চোখ লাল হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। এটি হয় সাধারণত ধূলোবালি কিংবা অ্যালার্জি থেকে। চোখের প্রেশার-গ্লুকোমার কারণেও চোখ লাল হয়ে যেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশীতে অ্যালার্জিজনিত সমস্যায় এই লাল চোখের সমস্যা বৃদ্ধি পায়। চোখের ভিতরে রক্তবাহগুলির ফেটে গেলেও এই সমস্যা হতে পারে৷ কনজাঙ্কটিভাইটিস, ক্যালেজিয়ন এবং ক্যারাটাইটিস হলেও চোখ লাল হয়।
যদি ঘন সাদা বা হলুদ কিছু বের হয় তবে তা সম্ভবত একটি ব্যাক্টেরিয়াজনিত সংক্রামণ যাকে চোখ ওঠা বলা হয়। এছাড়াও কর্নিয়া আলসার, অ্যাকিউট গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলেও চোখ লাল হয়।
কতক্ষণ চোখ লাল থাকে এবং কতটা লাল থাকে এবং কোন ব্যথা আছে কিনা বা থাকলেও কতটা ব্যথা আছে তা দেখেই চিকিৎসা করা উচিত। ঠান্ডা সেঁক অথবা বন্ধ চোখের ওপর দিনে কয়েকবার ধোয়া কাপড় ব্যবহার করতে পারেন।
চোখে হাত দেওয়ার আগে হাত পরিষ্কার করা এবং প্রতিদিন পরিষ্কার, পরিচ্ছন্ন বিছানা এবং তোয়ালে ব্যবহার করা উচিত। চোখের জীবাণুনাশক চিকিৎসা প্রয়োগ করার আগে, ধীরে ধীরে প্রতিটি চোখ আলাদা করে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন।
রোদে বের হওয়ার সময় রোদ এবং ধুলোবালু থেকে চোখকে রক্ষা করার জন্য রোদচশমা ব্যবহার করুন। চোখ লাল হওয়া, চোখে ছানি পড়া বা চোখের অন্য কোনো রোগ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
কাজল বা চোখে ব্যবহারযোগ্য প্রসাধনী ব্যবহার না করাই ভালো। যারা উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসে ভুগছেন তাঁরা অবশ্যই বছরে কমপক্ষে একবার চক্ষুচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে চোখ পরীক্ষা করাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -