Health Tips: ঘুম থেকে উঠেই প্রথম কাজ কোনটা করবেন, জেনে নিন

খালি পেটে জল খাওয়ার কত উপকারিতা জানেন?

1/8
সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস আছে? থাকলে প্রথম কোন কাজটা করেন? দাঁত মাজা দিয়ে দিনটা শুরু করাই রীতি আমাদের বেশিরভাগের।
2/8
দাঁত মাজার পরই গরম কিছু পানীয় খেয়ে থাকি। এটাও অনেকেরই দস্তুর। বছরের পর বছর ধরে এমনই চলে আসছে।
3/8
কিন্তু জানেন কী ঘুম থেকে উঠে সব কিছুর আগে জল খাওয়ার কত গুণ? একদম খালি পেটে জল খেলে বহু সমস্যার সমাধান হতে পারে, বিশ্বাস বিশেষজ্ঞদের একাংশের।
4/8
প্রাচীন আর্য়ুবেদেও এই স্বাস্থ্যাভ্যাসের গুণাগুণ বর্ণনা করা রয়েছে। তারই বেশ কয়েকটি ফিরে এল সোশ্য়াল মিডিয়ায়।
5/8
ঘুম থেকে উঠে প্রথমেই জল খেলে তা আপনার রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। জানাচ্ছেন হোমিওপ্যাথ চিকিৎসক নূপুর রোহতগি।
6/8
তাঁর মতে, রাতভর ঘুমের সময় মুখগহ্বরে যে ব্যাকটিরিয়া তৈরি হয়, জলের সঙ্গে সেটিই শরীরের অন্দরে গিয়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
7/8
এই অভ্যাস হজমক্ষমতাও বাড়াতে সহায়তা করে, ইনস্টাগ্রামে দাবি চিকিৎসকের।
8/8
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও ঘুম থেকে উঠে জল খাওয়ার ভূমিকা রয়েছে। তাই তাঁর পরামর্শ, দাঁত মাজারও আগে জল খান।
Sponsored Links by Taboola