Green Tea: রোজ সকালে এককাপ গ্রিন টি, উপকার অনেক, তবে নাগাড়ে খেলে কিন্তু বাড়বে বিপদও
Green Tea Health Benefits And Side Effects: গ্রিন টি খেলে আপনার শরীর-স্বাস্থ্যের কী কী উপকার এবং কী কী অপকার হবে, সবটাই জেনে নিন সুস্থ থাকার জন্য।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সূত্র - পিক্সেলস। সকালে এককাপ গ্রিন টি খেলে অনেক উপকার পাবেন আপনি। তবে একতানা অনেকদিন খেলে কিন্তু বাড়তে পারে বিপদও।
2/10
ছবি সূত্র - পিক্সেলস। গ্রিন টি খেলে আপনার শরীর-স্বাস্থ্যের কী কী উপকার এবং কী কী অপকার হবে, সবটাই জেনে নিন সুস্থ থাকার জন্য।
3/10
ছবি সূত্র - পিক্সেলস। গ্রিন টি খেলে ওজন কমে, একথা প্রায় সবাই জানেন। গ্রিন টি খেলে মেটাবলিজম রেট বাড়ে আপনার শরীরে। তার ফলে ওজন কমবে।
4/10
ছবি সূত্র - পিক্সেলস। তাই যাঁরা ওজন কমাতে স্ট্রিক্ট ডায়েট করছেন, তাঁরা দিনে একবার গ্রিন টি খেতে পারেন। উপকার পাবেন।
5/10
ছবি সূত্র - পিক্সেলস। সকালে খালিপেটে গ্রিন টি খেতে পারেন অনেক উপকারই পাবেন। আপনার শরীর দারুণ ভাবে ডিটক্স হয়ে যাবে। গ্রিন টি একটি ডিটক্স ড্রিঙ্ক।
6/10
ছবি সূত্র - পিক্সেলস। ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখে গ্রিন টি। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকলে ভাল থাকবে হার্ট অর্থাৎ হৃদযন্ত্রও।
7/10
ছবি সূত্র - পিক্সেলস। হার্ট ভাল রাখতে আরেকটি বিষয় প্রয়োজন। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা। বিশেষ করে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানো। গ্রিন টি এই কাজ দারুণ ভাবে করে। তাই হার্ট ভাল রাখতে গ্রিন টি খাওয়া যেতেই পারে।
8/10
ছবি সূত্র - পিক্সেলস। মস্তিষ্ক সজাগ রাখতে, সক্রিয় রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি। এই পানীয় স্মৃতিশক্তি ভাল রাখতেও সাহায্য করে।
9/10
ছবি সূত্র - পিক্সেলস। বেশ কয়েক ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমায় গ্রিন টি। কিন্তু তাই বলে বেশি খাওয়া যাবে না। গ্রিন টি বেশি খেলে বিপদ বাড়তে পারে।
10/10
ছবি সূত্র - পিক্সেলস। একটানা অনেকদিন গ্রিন টি খেলে, হার্ট বিট বেড়ে যেতে পারে। অ্যাংজাইটি বা উদ্বেগ বাড়তে পারে। বদহজম, গা-গোলানো, রাতে ঘুম না হওয়া এইসব সমস্যাও কিন্তু দেখা দিতে পারে।
Published at : 17 Sep 2025 11:53 PM (IST)