Immunity Booster Superfoods: ইমিউনিটি কমলেই সর্বনাশ, শরীরে বাসা বাঁধবে হাজার রোগ, সুস্থ থাকতে তাই কী কী খাবেন নিয়ম করে?

Healthy Foods: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত রাখতে চাইলে কয়েকটি জিনিস নিয়ম করে খেতে হবে। সেই তালিকায় কী কী রাখবেন, দেখে নিন।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমে সমস্যা দেখা গেলে শরীরে বাসা বাঁধবে একাধিক রোগ।
2/10
ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় না হলে ঘনঘন অসুস্থ হয়ে পড়বেন আপনি।
3/10
আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত না হলে সবার আগে দেখা দেবে বিভিন্ন ধরনের সংক্রমণ। তাই সময় থাকতেই সতর্ক হওয়া জরুরি।
4/10
ইমিউনিটি বাড়াতে চাইলে গাজর খাওয়া দরকার। কাঁচাও খেতে পারেন। আবার সেদ্ধ করে খেলেও উপকার পাবেন। এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন যা ভিটামিন এ- তে রূপান্তরিত হয়।
5/10
হেলদি ফ্যাট যুক্ত মাছ রাখতে হবে পাতে। তাহলে ইমিউনিটি সিস্টেম আরও মজবুত হবে আপনার শরীরে। রোগ প্রতিরোধে সক্ষম হবে আপনার শরীর। স্যামন, ম্যাকারেল, সার্ডিন- এগুলি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি যুক্ত।
6/10
আমন্ড খাওয়া এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ভাল। রোজ অল্প করে আমন্ড খেলে আপনার ইমিউনিটিও বাড়বে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় মজবুত হবে। ভিটামিন ই এবং হেলদি ফ্যাট রয়েছে আমন্ডের মধ্যে।
7/10
বিভিন্ন ধরনের জাম খেতে পারেন ইমিউনিটি বাড়ানোর জন্য। জামের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এই উপকরণই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে সাহায্য করে।
8/10
পালংশাক খেলে বাড়বে আপনার ইমিউনিটি। ভিটামিন সি, বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে পালংশাকের মধ্যে।
9/10
আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে দারুণভাবে কাজে লাগে রসুন। রোজ সকালে খালি পেটে একটা বা দুটো কোয়া কাঁচা রসুন খেয়ে দেখতে পারেন। অনেক উপকার পাবেন।
10/10
ভিটামিন সি সমৃদ্ধ যেকোনও ফল রোজ একটা করে খাওয়া জরুরি। এই বিশেষ ভিটামিন যুক্ত খাবার আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম দারুণ ভাবে মজবুত করে তোলে।
Sponsored Links by Taboola