Health Tips: রিডিং গ্লাসকে নিষ্প্রয়োজন করবে আই ড্রপ, বলছে এফডিএ
রিডিং গ্লাস থেকে মুক্তি পেতে প্রথম আই ড্রপ, ছাড় এফডিএ-র
1/8
সকালের খবরের কাগজ হোক বা বই! রিডিং গ্লাস না থাকলে কিছুই দেখতে পান না? মুশকিল আসান হতে পারে এই আই ড্রপ।
2/8
রিডিং গ্লাস ছাড়াও যাতে কাছের জিনিস দেখতে বা পড়তে অসুবিধা না হয়, সে জন্য প্রথম আই ড্রপের ব্যবহারে ছা়ড়পত্র দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।
3/8
বিশেষত চল্লিশের পর থেকে রিডিং গ্লাস ছাড়া মোবাইল বা কম্পিউটার স্ক্রিন দেখতে অসুবিধা হয় অনেকের।
4/8
সেক্ষেত্রে সুরাহা দেবে 'ভুইটি' নামে এই আই ড্রপ, দাবি প্রস্তুতকারী সংস্থার।
5/8
সাধারণ ভাবে,এটি প্রত্যেক দিনই দুই চোখে এক ফোঁটা করে ব্যবহার করার কথা। প্রয়োগের মিনিট পনেরো পরে কাজ শুরু হয়।
6/8
জের থাকে ঘণ্টাছয়েক পর্যন্ত। এমনিতে তিরিশ দিন ব্যবহারের পর এর কার্যক্ষমতা বেড়ে যায়। তবে গোটাটাই চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া দরকার।
7/8
তবে রাতে ড্রাইভিংয়ের সময় বা অল্প আলোয় কাজকর্ম করতে হলে এই ড্রপ ব্যবহার করা যাবে না।
8/8
তা ছাড়া, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রায় ড্রপ ব্যবহার করা হলে 'নিয়ারসাইটেড' রোগীদের ক্ষেত্রে 'রেটিনাল ডিটাচমেন্ট'-র ঝুঁকি বাড়তে পারে। তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহারই ভালো।
Published at : 15 Jul 2022 11:51 PM (IST)