Health Tips: রিডিং গ্লাসকে নিষ্প্রয়োজন করবে আই ড্রপ, বলছে এফডিএ
সকালের খবরের কাগজ হোক বা বই! রিডিং গ্লাস না থাকলে কিছুই দেখতে পান না? মুশকিল আসান হতে পারে এই আই ড্রপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরিডিং গ্লাস ছাড়াও যাতে কাছের জিনিস দেখতে বা পড়তে অসুবিধা না হয়, সে জন্য প্রথম আই ড্রপের ব্যবহারে ছা়ড়পত্র দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।
বিশেষত চল্লিশের পর থেকে রিডিং গ্লাস ছাড়া মোবাইল বা কম্পিউটার স্ক্রিন দেখতে অসুবিধা হয় অনেকের।
সেক্ষেত্রে সুরাহা দেবে 'ভুইটি' নামে এই আই ড্রপ, দাবি প্রস্তুতকারী সংস্থার।
সাধারণ ভাবে,এটি প্রত্যেক দিনই দুই চোখে এক ফোঁটা করে ব্যবহার করার কথা। প্রয়োগের মিনিট পনেরো পরে কাজ শুরু হয়।
জের থাকে ঘণ্টাছয়েক পর্যন্ত। এমনিতে তিরিশ দিন ব্যবহারের পর এর কার্যক্ষমতা বেড়ে যায়। তবে গোটাটাই চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া দরকার।
তবে রাতে ড্রাইভিংয়ের সময় বা অল্প আলোয় কাজকর্ম করতে হলে এই ড্রপ ব্যবহার করা যাবে না।
তা ছাড়া, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রায় ড্রপ ব্যবহার করা হলে 'নিয়ারসাইটেড' রোগীদের ক্ষেত্রে 'রেটিনাল ডিটাচমেন্ট'-র ঝুঁকি বাড়তে পারে। তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহারই ভালো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -