Importance of Sunglasses: সাজগোজে বাড়তি মাত্রা যোগ করে না শুধু, চোখ ভাল রাখতেও সানগ্লাস প্রয়োজন
সময়ের সঙ্গে খাওয়া-দাওয়া থেকে সাজগোজ, সব কিছুতেই বদল এসেছে। কিন্তু জানেন কি যে আজ থেকে ২ হাজার বছর আগেও সানগ্লাস পরার চল ছিল! বিশেষ করে উত্তর মেরু সংলগ্ন দেশে সানগ্লাস পরার চল ছিল সেই সময়। তুষারের গায়ে লেগে প্রতিফলিত সূর্যের আলো থেকে চোখ বাঁচাতেই মূলত সানগ্লাস পরতেন সেখানকার মানুষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজকের দিনে সানগ্লাস যদিও সাজগোজের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। নামী ব্র্যান্ডের বহুমূল্য সানগ্লাস চোখে চাপানোর শখ রয়েছে বহু মানুষেরই। আবার রোদ থেকে বাঁচতেও সানগ্লাস ব্যবহার করেন অনেকে। কিন্তু ব্যবহার যে কারণেই করুন না কেন, সানগ্লাসের সঙ্গে জড়িয়ে রয়েছে চোখের স্বাস্থ্য।
কারণ চিকিৎসকদের মতে, সানগ্লাস শুধুমাত্র সাজগোজের অংশ নয়। বর্তমানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হয়ে দাঁড়িয়েছে। কারণ চোখের স্বাস্থ্যের সঙ্গে সানগ্লাস জড়িয়ে রয়েছে ওতপ্রোত ভাবে। বিশেষ করে দিনের বেশির ভাগ সময় বাড়ির বাইরে কাটে যাঁদের, তাঁদের জন্য সানগ্লাস অবশ্য প্রয়োজন বলে মত চিকিৎসকদের।
চিকিৎসকদের মতে, সানগ্লাস অতিবেগুনি রশ্মি থেকে চোখকে রক্ষা করে। একই সঙ্গে ক্ষতিকর পদার্থ যাতে চোখে এসে না পড়ে, তার জন্যও ঢাল হিসেবে ব্যবহার করা যায় সানগ্লাস।
পাহাড়ের মানুষদের যেমন সানগ্লাস প্রয়োজন, তেমনই কৃষিকাজ, মৎস্যচাষ, এবং খোলাধুলোর সঙ্গে যুক্ত মানুষদেরও সানগ্লাস ব্যবহার করা উচিত অবশ্যই। অন্যথায় চোখে নানা সমস্যা দেখা দিতে পারে।
চিকিৎসকরা জানিয়েছেন, সানগ্লাস না পরলে, চড়া রোদে চোখ শুষ্ক হয়ে যেতে পারে। ময়লা ঢুকতে পারে চোখে। তা থেকে পরবর্তী কালে ছানি পড়তে পারে। শুধু তাই নয়, চোখের সবচেয়ে স্পর্শকাতর অংশ, রেটিনার অবক্ষয়ও হতে পারে এ থেকে।
চড়া রোদে থেকেও সানগ্লাস পরেন না যাঁরা, তাঁদের ক্ষেত্রে চোখের সাদা অংশে হলুদ অথবা গোলাপি ছোপ পড়তে পারে। পরবর্তী কালে তা কর্নিয়া অর্থাৎ চোখেরর তারার উপর যে স্বচ্ছ আবরণ থাকে, তাতেও সঞ্চারিত হওয়ার সম্ভাবনা থাকে।
সানগ্লাস চোখকে ভাল রাখে বলেই মত চিকিৎসকদের। সানগ্লাসে চোখ ঢেকে বাইরে বেরনোর অভ্যাস, চোখ শুকিয়ে যাওয়া থেকে, ছানি পড়া, এমনকি চোখের চারপাশের ত্বকে ক্যান্সারের কোষ গজিয়ে ওঠাও প্রতিরোধ করে।
সানগ্লাসের উপর এক বিশেষ পরত থাকে। বিশেষ রাসায়নিক দিয়ে তৈরি সেটি। এর ফলে সরাসরি রোদ পড়ে না চোখে, ফিল্টার হয়ে পড়ে। ফলে ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব আটকানো সম্ভব হয়।
ডুয়াল টোনের সানগ্লাস কেনার ক্ষেত্রে যে বিষয়টিতে গুরুত্ব দিতে হবে, তা হল, উপরের অংশ যেন গাঢ় রংয়ের হয়। হালকা রং থাকুক নিচে। কারণ সূর্যের আলো উপর দিক থেকেই এসে পড়ে চোখে। ঢাউস সানগ্লাস পড়ায় আপত্তি রয়েছে অনেকেরই। কিন্তু চিকিৎসকদের মতে, সানগ্লাস যত বড় হবে, ততই ভাল। এতে চোখ তো বটেই, চোখের চারপাশও ঢাকা থাকে। সরাসরি রোদ এসে পড়তে পারে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -