World Brain Tumour Day 2021: ব্রেন টিউমর কতটা ক্ষতিকারক? এর উপসর্গ কী? কোন পথেই বা চিকিৎসা? জেনে নিন
ব্রেন টিউমর হল মস্তিষ্কের কোষের অস্বাভাবিক বা অবাঞ্ছিত বৃদ্ধি। বৃদ্ধির হারের ওপর নির্ভর করে ব্রেন টিউমরকে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়। একটি বিনাইন ও ম্যালিগন্যান্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিনাইন -- অর্থাৎ নন-ক্যান্সারাস, যার বৃদ্ধির হার কম এবং চিকিৎসাযোগ্য। অন্যদিকে, ম্যালিগন্যান্ট-- যা ক্যান্সার-প্রকৃতির। এই ধরনের টিউমর সংখ্যাবৃ্দ্ধি করতে সক্ষম।
টিউমর বেড়ে গেলে তা মস্তিষ্কের আস্তরণ, অর্থাৎ খুলি চাপসৃষ্টি করতে থাকে। এরফলে, বিভিন্ন উপসর্গ দেখা দেয়।
ঠিক কী কারণে এই টিউমার হয়, তা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি গবেষকরা। তবে, অল্প বয়সে কেউ মস্তিষ্ক বা আশেপাশের অঞ্চলে রেডিয়েশন নিলে বয়সকালে তাঁদের মধ্যে এই টিউমরের সম্ভাবনা বেড়ে যায়।
পাশাপাশি, অনেকক্ষেত্রে জিনগত রোগ যেমন নিউরোফাইব্রোমাটোসিস-এর কারণেও, অনেকে ব্রেন টিউমরে আক্রান্ত হন। বয়সও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। গবেষণায় দেখা গিয়েছে ৬৫ বছরের ঊর্ধ্বদের ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে বেশি।
ব্রেন টিউমরের সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে -- মাঝেমধ্যেই মাথা যন্ত্রণা, সঙ্গে গা গোলানো, বমি। উপসর্গের তালিকায় রয়েছে খিঁচুনি, কথা বলায় অস্বস্তি। এছাড়া, দৃষ্টি, শোনা, স্বাদ ও ঘ্রাণে সমস্যা হতে পারে।
এছাড়া, উপসর্গের মধ্যে রয়েছে -- স্মৃতিশক্তি লোপ, মস্তিষ্কে সমন্বয় সমস্য়া, পেশি দুর্বল, হাঁটতে সমস্যা। উপসর্গের মধ্যে রয়েছে ব্যক্তির আচরণ পরিবর্তন, অঙ্গের পক্ষাঘাতগ্রস্ত হওয়া।
ব্রেন টিউমরের সবচেয়ে গ্রহণযোগ্য় ও প্রচলিত চিকিৎসা হল অস্ত্রোপচার। এতে টিউমর সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়। তবে, কিছুক্ষেত্রে ব্রেনস্টেমে টিউমর হলে, তা জটিল হয়ে পড়ে।
ভারতে ব্রেন টিউমরের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কদের মধ্যে মেয়েরা এতে বেশি আক্রান্ত হচ্ছে ছেলেদের তুলনায়। সেখানে বলা হয়েছে, রোগ চিহ্নিতকরণের এক বছরের মধ্যে বেশির ভাগ রোগীর মৃত্যু হচ্ছে। তিন বছরের বেশি বেঁচেছেন, সেই সংখ্যা নগন্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -