World Health Day: বিশ্ব স্বাস্থ্য দিবসে যোগ উৎসবের সূচনা
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতি বছরের ৭ এপ্রিল দিনটি পালন করা হয়। এই দিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। সেই কারণেই দিনটি বিশেষভাবে পালন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বাস্থ্য সারা বিশ্বের মানুষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে করোনা অতিমারী পর্বে স্বাস্থ্যের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। তাই আজকের দিনটি তাৎপর্যপূর্ণ।
বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা, স্বাস্থ্য বিমা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হয়। মানসিক স্বাস্থ্যের গুরুত্বও তুলে ধরা হয়।
এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম বিশ্বজুড়ে স্বাস্থ্যব্যবস্থায় নার্স ও স্বাস্থ্যকর্মীদের গুরুত্ব। রোগীদের সুস্থ করে তোলার ক্ষেত্রে নার্সদের অবদানকে স্বীকৃতি জানানো হচ্ছে।
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার মধ্যে যোগাসনও ছিল। অনেকেই যোগাসন করেন। ছবি সৌজন্যে ট্যুইটার/@mdniy
আজ লোকসভার স্পিকার ওম বিড়লা, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিদেশি অতিথিরা লালকেল্লায় যোগাসন করেন। ছবি সৌজন্যে ট্যুইটার/@mdniy
আজ লালকেল্লার অনুষ্ঠানে কমন যোগা প্রোটোকলের উপর বিশেষ জোর দেওয়া হয়। স্বাস্থ্য ভাল রাখার জন্য যোগাসনের গুরুত্ব সবারই জানা। আজ নতুন করে সে কথা প্রচার করা হয়। ছবি সৌজন্যে ট্যুইটার/@mdniy
আজ আয়ুষমন্ত্রক যোগা উৎসবের সূচনা করল। আন্তর্জাতিক যোগ দিবসের আর ৭৫ দিন বাকি। আজ থেকেই সেই দিনটি পালন করার জন্য বিশেষ অনুষ্ঠান শুরু হল।
যোগগুরু পূজ্য স্বামী চিদানন্দ সরস্বতী আজ যোগ উৎসবের অনুষ্ঠানে ছিলেন। তিনি সবাইকে যোগাসনের গুরুত্ব বোঝান। ছবি সৌজন্যে ট্যুইটার/@LokSabhaSpeaker
লোকসভার স্পিকার বলেন, ‘ভারতের সাংস্কৃতি ঐতিহ্যের প্রতীক হল যোগাসন।’ যোগাসনকে সারা বিশ্বে প্রচার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান ওম বিড়লা। ছবি সৌজন্যে ট্যুইটার/@PIBAYUSH
- - - - - - - - - Advertisement - - - - - - - - -