Kidney Health: কিডনি ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি
কিডনি ভাল রাখতে হলে নিয়মিত আপেল খেতে পারেন। আপেল এমনিতেই বেশ স্বাস্থ্যকর ফল। আপেল খাওয়া বিভিন্ন কারণেই ভাল। এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই এই ফলকে বলা হয় হেলদি ফাইব্রাস ফ্রুট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়াও আপেলে রয়েছে পেকটিক নামের একটি সলিউবেল ফাইবার, যা কোলেস্টেরল এবং গ্লুকোজের মাত্রা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে। আর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ। এই সব উপকরণই কিডনির স্বাস্থ্য ভাল রাখে।
ভরপুর ভিটামিন- এ, সি, কে এবং folate রয়েছে পালং শাকের মধ্যে। বিটা ক্যারোটিন উপকরণও প্রচুর পরিমাণে রয়েছে পালং শাকের মধ্যে।
পালংশাকের এইসব উপকরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি বিভিন্ন অসুখের হাত থেকে আপনাকে রক্ষা করে। কিডনি ভাল রাখে।
বেরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ এবং ফাইবার। কম পরিমাণে পটাসিয়ামও রয়েছে এই ফলের মধ্যে।
বেরি আদতে একটি লো-ক্যালোরি ফল। তার ফলে এই ফল কিডনি ভাল রাখতে এবং কিডনির বিভিন্ন রোগ দূর করতে কাজে লাগে বেরি ফল।
বাঁধাকপি- এই সবজিতে রয়েছে phytochemicals জাতীয় উপাদান। এই উপকরণ কিডনির স্বাস্থ্য ভাল রাখে।
তার পাশাপাশি কোষের ক্ষয় রোধ করে। এছাড়াও কার্ডিওভাসকুলার হেলথের জন্যও বাঁধাকপি যথেষ্ট ভাল সবজি।
কিডনির স্বাস্থ্য ভাল রাখতে মাছ খান নিয়মিত। কারণ এর মধ্যে রয়েছে ভরপুর প্রোটিন ও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড।
এই সমস্ত উপকরণ ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বা কম রাখে এবং রক্ত জমাট বাঁধতে দেয় না অর্থাৎ ব্লাড ক্লটিং হয় না। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -