Healthy Snacks: মুখরোচক অথচ স্বাস্থ্যকর, সন্ধেয় চায়ের আড্ডা জমুক এই খাবারে
ছবি: পিক্সাবে।
1/11
সন্ধে হলেই দুষ্টু খিদের উঁকিঝুঁকি। তাই শুধু চায়ে হয় না, তার সঙ্গে লাগে ‘টা’-ও। কিন্তু মুখরোচক খাওয়ার চক্করে অনেক সময়েই উল্টোপাল্টা খেয়ে বসি আমরা।
2/11
কিন্তু মুখরোচকও হবে আবার স্বাস্থ্যকরও, সন্ধের চায়ের সঙ্গে এমন খাবারে মেলা দুষ্কর বলে মনে করেন অনেকেই।
3/11
কিন্তু তা বানিয়ে ফেলা মোটেই হাতিঘোড়ার কাজ নয়। বাড়িতে মজুত সবজি, মুড়ি এমনকি ধোঁকলাও হতে পারে চায়ের সঙ্গী।
4/11
কাঁচা ছোলা, ভুট্টার দানা এবং মটরের চাট: প্লেটে পড়লেই একেবারে রামধনুর সমাবেশ। কড়াইয়ে দিয়ে একটু সতে করে নিতে পারেন। উপরে ছড়িয়ে দিন চাট মশলা।
5/11
তবে চাইলে এর সঙ্গে শসা, টমেটো, পেঁয়াজও যোগ করতে পারেন। তবে দুধ দিয়ে চা—ফি খেলে লেবু একেবারে নৈব নৈব চ।
6/11
চিকেন, মাটন বা প্রন নয়, চায়ের জুড়ি হতে পারে রোস্টেট ভেজটেবলস। বেল পেপার, ফুলকপি বা ব্রকোলি, নিজের পছন্দের সবজি লবণ, অরিগ্যানো মাখিয়ে ম্যারিনেট করে নিন। ওভেনে বসিয়ে রোস্ট করে নিলেই হল।
7/11
সন্ধের চায়ের সঙ্গে মুড়ি, বাঙালির আড্ডা জমানোর সেরা উপায়। শসা, টমেটো, কাঁচা লঙ্কা আর মুড়ি। সঙ্গে বাদাম, চানাচুরও থাকতে পারে। তবে বুঝে শুনে খান। গ্যাসের সমস্যা থাকলে বাদ রাখাই ভাল।
8/11
ধোঁকলা খেতে গুজরাত তো নয়ই, পাড়ার মিষ্টির দোকানেও যেতে হবে না। ইনস্ট্যান্ট ধোঁকলা পাওয়া যায় দোকানেই। কিনে এনে রাখতে পারেন। স্টিম করে নিলেই বাজিমাত।
9/11
চায়ের সঙ্গে রাখতে পারেন খাকরাও। প্যাকেটে মুড়ে বিক্রি হয় দোকানে। রুটির মতোই খেতে, শুধু মুচমুচে।
10/11
তবে ইনস্ট্যান্ট ফুট এড়িয়ে চলাই ভাল। তাই বাড়িতে বানানো খাবারেই।
11/11
image 9
Published at : 21 Feb 2022 03:21 PM (IST)