Healthy Snacks: যখন তখন খাইখাই মন, কোন কোন স্ন্যাকস রাখবেন সঙ্গে?
Lifestyle Tips: দিনভর কিছু না কিছু খেতে ইচ্ছে করে, এই অবস্থায় সঙ্গে রাখতে এই স্ন্যাকসগুলি।
ফাইল ছবি
1/10
কিছু না কিছু খেতে ইচ্ছে করে সারাদিন? কিন্তু বেশি ফ্যাট যুক্ত খাবার খেলেও সমস্যা। তাই খেতে হবে এমন খাবার যাতে ওজন থাকে নিয়ন্ত্রণে। এই তালিকায় প্রথমেই রাখতে পারেন ছোলা।
2/10
প্রয়োজনীয় পুষ্টিগুণ সমৃদ্ধ ছোলা। এতে আছে ফাইবার ও আয়রন। স্যালাড হিসেবে বা রোস্ট করে খাওয়া যেতে পারে।
3/10
ঘরে হোক বা বাইরে সঙ্গে রাখুন বাদাম। ওজন নিয়ন্ত্রণে করতে পারে পাশাপাশি পুষ্টিগুণেও সমৃদ্ধ।
4/10
কাজু, বাদাম, চিনাবাদামে রয়েছে অসম্পৃক্ত চর্বি। যা শরীরের পক্ষে ক্ষতিকারক নয়। ফলে দিনের যে কোনও সময়ই
5/10
যখন তখন খাওয়ার ইচ্ছে মেটাতে পারে কটেজ চিজ়। বিভিন্ন উপায়ে তা খাওয়া যেতে পারে।
6/10
ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন B12 সমৃদ্ধ এই চিজ়। যার প্রত্যেকটি শরীরের জন্য প্রয়োজন।
7/10
কুমড়ো অনেকেই খান। তবে ফেলে দিন কুমড়োর বীজ। যা আসলে স্ন্যাকস হিসেবে খাওয়া যেতে পারে।
8/10
বাজারে প্যাকেটজাত কুমড়ো বীজ পাওয়া যায়। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ বিভিন্ন খনিজ রয়েছে এতে। হালকা রোস্ট করে খাওয়া যায় এই বীজ।
9/10
শরীরের প্রয়োজনীয় ফাইবারের জোগান দেয় মাখানা। হজম করতে সাহায্য করে। একইসঙ্গে ওজন রাখে নিয়ন্ত্রণে।
10/10
মাখানায় পটাসিয়াম বেশি এবং সোডিয়াম কম থাকে, যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য উপকারী।
Published at : 20 May 2024 01:21 PM (IST)