Heart Attack : কোনও লক্ষণ নেই, কমবয়সীদের এভাবেও হয় সাডেন হার্ট অ্যাটাক, বাঁচার উপায় একটাই

কম বয়সে হৃদরোগে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। বেড়েই চলেছে সংখ্যাটা। কোভিড পরবর্তী কালে এই প্রবণতা বেড়েছে লক্ষণীয় হারে

কোনও লক্ষণ নেই, কমবয়সীদের এভাবেও হয় সাডেন হার্ট অ্যাটাক

1/8
মাঝ কুড়িতেই ধরা পড়ছে হার্টের নানারকম সমস্যা। হার্ট অ্যাটাক ছাড়ছে না মাঝকুড়ির তরুণকেও। চুপিসাড়ে বুকে বাসা বাঁধছে নানা রোগ। যা হয়ত অনেকে প্রথম পর্যায়ে বুঝতেও পারছেন না।
2/8
কম বয়সে হৃদরোগে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। বেড়েই চলেছে সংখ্যাটা। কোভিড পরবর্তী কালে এই প্রবণতা বেড়েছে লক্ষণীয় হারে
3/8
সম্প্রতি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে একটি পডকাস্টে এই নিয়ে কথা বলেছেন । রণবীর এলাহাবাদিয়ার পডকাস্ট 'দ্য রণবীর শো'-এর একটি এপিসোডে উপস্থিত হয়েছিলেন চিকিৎসক নেনে
4/8
হার্ট অ্যাটাকের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নেনে বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার সময় হৃদপিণ্ডের পেশীর কোনও অংশে রক্ত ​​প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। সাধারণত তিনটি প্রধান করোনারি ধমনীর একটিতে ব্লকেজ থাকার কারণে এই বিপদ আসে।
5/8
তখন হৃৎপিণ্ডের সেই অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছতে পারে না। সেটাই হার্ট অ্যাটাকের কারণ। ঠিক সেই সময়ই বুকে ব্যথা অনুভব হয়। এই ব্যথা শরীরের অন্যত্রও। বলেন ডা. নেনে।
6/8
তবে তিনি সতর্ক করে দেন, ২০ শতাংশ রোগীর ক্ষেত্রে এই সব লক্ষণও দেখা যায় না। হঠাৎ এঁরা কিছুটা অসুস্থ বোধ করেন। তার পর হঠাৎই জ্ঞান হারান। তারপর হয়ত মাটিতে লুটিয়ে পড়েন। ব্যস্, অনেক ক্ষেত্রে এখানেই শেষ ।
7/8
বেশিরভাগ বিশেষজ্ঞরাই মনে করছেন, ইদানিং যে মানসিক চাপ মধ্যে দিয়ে তরুণরা যান, তা বিপজ্জনক। সেই সঙ্গে বসে কাজের অভ্যাসও বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ধূমপান সেই অবস্থা আরও খারাপ করে।
8/8
চিকিৎসক নেনে বলেন, এর কারণ বোঝা মুশকিল। তবে এই ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে, কোনও লক্ষণ থাক বা না-থাক, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, হার্টের স্ক্রিনিং করানো আবশ্যক।
Sponsored Links by Taboola