High Blood Pressure and Eye Disease: চোখে স্ট্রোক থেকে কর্নিয়ায় রক্ত জমাট বাঁধা, লাগামছাড়া ব্লাড প্রেসার কাড়তে পারে দৃষ্টিশক্তিও
হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেসার। হার্ট থেকে মস্তিষ্ক, যে কোনও কিছুকে ধাক্কা মারতে পারে সরাসরি। ভয়ংকর পরিণাম ডেকে আনে বিনা চিকিৎসা হাই ব্লাড প্রেসারের সমস্যা ফেলে রাখলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচোখের স্ট্রোক থেকে শিরা ফেটে যাওয়া, নানা বিপত্তি ঘটতে পারে উচ্চ রক্তচাপ থাকলে। এমনকী ভাগ্য মন্দ হলে, দৃষ্টি শক্তিও হারান কেউ কেউ। তাই হাই ব্লাড প্রেসার নিয়ে সতর্ক থাকুন।
দেখে নেওয়া যাক চোখে কী কী সমস্যা হতে পারে হাইপার টেনশন থেকে। জানাচ্ছেন, চক্ষুরোগ বিশেষজ্ঞ সোহম বসাক ( Consultant, Cornea Department of Disha Eye Hospitals)
Hypertensive retinopathy - বহুদিন ধরে যদি হাই প্রেসার অথচ চিকিৎসা করাননি। চোখের বিপদ অনিবার্য। রেটিনার ব্লাড ভেসেলগুলির ভয়ঙ্কর ক্ষতি করতে পরে ব্লাড প্রেসার। আঘাত আনতে পারে চোখের পাতলা পর্দাতেও। এর ফলে দৃষ্টিশক্তি আবছা হয়ে যায়।
Retinal vein and artery occlusion - ব্রেন বা হার্ট স্ট্রোকের মতোই চোখের স্ট্রোকও সমানভাবে ঝুঁকিপূর্ণ। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ চোখেও স্ট্রোক ঘটাতে পারে। retinal vein occlusion হয়ে রেটিনার রক্তনালী ফেটে যায়। retinal artery occlusion হলে রেটিনার ধমনী ফেটে যায়। দুই ক্ষেত্রেই জরুরি চিকিৎসা প্রয়োজন। রেটিনাল ইনজেকশন, লেজার এবং এমনকি সার্জারিরও প্রয়োজন হতে পারে।
Ischemic optic neuropathy - এক্ষেত্রে চোখ ও মস্তিষ্কের মধ্যে সংযোগ রক্ষাকারী স্নায়ু ক্ষতিগ্রস্থ হয়। হাই ব্লাড প্রেসার থাকলে নার্ভে রক্ত সঞ্চালন কমে যায়। এর ফলে দৃষ্টিশক্তির এমন ক্ষতি হতে পারে, যা কোনওদিন ঠাক করা যায় না।
diabetic eye disease - যাঁরা ডায়াবেটিসের কারণে ইতিমধ্যেই চোখের সমস্যায় ভুগছেন, হাইপার টেনশন তাঁদের অবস্থা আরও খারাপ করতে পারে।
Subconjunctival hemorrhage - ব্লাড প্রেসারে হঠাৎ তারতম্য চোখের সাদা অংশে যে রক্তবাহিকাগুলি আছে,সেগুলি ক্ষতিগ্রস্থ হয়। আর তার ফলে চোখের সাদা অংশে রক্ত জমে যায়। এর ফলে চোখের সাদা অংশে টকটকে লাল ক্লট দেখা যায়।
তবে এই উপসর্গ অপেক্ষাকৃত কম ক্ষতিকর। ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে এই জমাট বাঁধা রক্ত মিলিয়ে যায়। বিশেষ কোনও চিকিৎসাও লাগে না এর জন্য।
Glaucoma - গ্লুকোমার প্রবণতা থাকলে, হাইপারটেনশন সেই পরিস্থিতি আরও ত্বরান্বিত করে। গ্লুকোমার অবস্থাও তাড়াতাড়ি খারাপ হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -