High Cholesterol: কোলেস্টেরল বেড়ে গেলে মলে তার লক্ষণ দেখা যায়, কী করে বুঝবেন ?
শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোলেস্টেরল হল এক ধরনের আঠালো তরল যা হলুদ রঙের।
যখন লিভার সঠিকভাবে কোলেস্টেরল হজম করতে অক্ষম হয় এবং পূর্ণ হয়ে যায়, তখন তা আবার রক্তে আসতে শুরু করে। যে কারণে একটা সময় পর ধমনী বন্ধ হয়ে যায়। এ কারণে শিরায় রক্ত ও অক্সিজেন সঠিকভাবে সঞ্চালন করতে পারে না।
শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে বুকে ব্যথা, চাপ, মাথা ঘোরা, পায়ে প্রচণ্ড ব্যথা, পা ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
তাই শরীরে কোলেস্টেরল বাড়লেই সময়মতো চিকিৎসা করা খুবই জরুরি। যা উপেক্ষা করা উচিত নয়।
শরীরে যখন উচ্চ কোলেস্টেরল থাকে তখন মলের মধ্যেও এর লক্ষণ দেখা যায়। প্রতিটি মানুষের মলে ১৫০ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, কিন্তু যখন শরীরে উচ্চ কোলেস্টেরল বাড়ে তখন এর পরিমাণ বেড়ে যায়।
উচ্চ কোলেস্টেরল বেড়ে গেলে অন্ত্রে রক্ত সঞ্চালন ব্যাপকভাবে প্রভাবিত হয়। যে কারণে মলেও রক্ত দেখা দিতে পারে। ঘন ঘন এবং জোর করে মলত্যাগ করা এর লক্ষণ হতে পারে।
মলে কোলেস্টেরল বৃদ্ধির ফলে অনেক রোগ হতে পারে। যেমন লিভারের রোগ, সিলিয়াক ডিজিজ, অগ্ন্যাশয় রোগ, ক্রোহন ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস, এন্টারাইটিস বা ছোট অন্ত্রে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি।
লিপিড প্যানেল রক্ত পরীক্ষা উচ্চ কোলেস্টেরল নির্ণয় করতে পারে। CDC নিম্নলিখিত কোলেস্টেরলের মাত্রা সুপারিশ করে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -