High Cholesterol: কোলেস্টেরল বেড়ে গেলে মলে তার লক্ষণ দেখা যায়, কী করে বুঝবেন ?
কোলেস্টেরল হল এক ধরনের আঠালো তরল যা হলুদ রঙের।
প্রতীকী ছবি
1/10
শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
2/10
কোলেস্টেরল হল এক ধরনের আঠালো তরল যা হলুদ রঙের।
3/10
যখন লিভার সঠিকভাবে কোলেস্টেরল হজম করতে অক্ষম হয় এবং পূর্ণ হয়ে যায়, তখন তা আবার রক্তে আসতে শুরু করে। যে কারণে একটা সময় পর ধমনী বন্ধ হয়ে যায়। এ কারণে শিরায় রক্ত ও অক্সিজেন সঠিকভাবে সঞ্চালন করতে পারে না।
4/10
শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে বুকে ব্যথা, চাপ, মাথা ঘোরা, পায়ে প্রচণ্ড ব্যথা, পা ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
5/10
তাই শরীরে কোলেস্টেরল বাড়লেই সময়মতো চিকিৎসা করা খুবই জরুরি। যা উপেক্ষা করা উচিত নয়।
6/10
শরীরে যখন উচ্চ কোলেস্টেরল থাকে তখন মলের মধ্যেও এর লক্ষণ দেখা যায়। প্রতিটি মানুষের মলে ১৫০ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, কিন্তু যখন শরীরে উচ্চ কোলেস্টেরল বাড়ে তখন এর পরিমাণ বেড়ে যায়।
7/10
উচ্চ কোলেস্টেরল বেড়ে গেলে অন্ত্রে রক্ত সঞ্চালন ব্যাপকভাবে প্রভাবিত হয়। যে কারণে মলেও রক্ত দেখা দিতে পারে। ঘন ঘন এবং জোর করে মলত্যাগ করা এর লক্ষণ হতে পারে।
8/10
মলে কোলেস্টেরল বৃদ্ধির ফলে অনেক রোগ হতে পারে। যেমন লিভারের রোগ, সিলিয়াক ডিজিজ, অগ্ন্যাশয় রোগ, ক্রোহন ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস, এন্টারাইটিস বা ছোট অন্ত্রে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি।
9/10
লিপিড প্যানেল রক্ত পরীক্ষা উচ্চ কোলেস্টেরল নির্ণয় করতে পারে। CDC নিম্নলিখিত কোলেস্টেরলের মাত্রা সুপারিশ করে।
10/10
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 04 Oct 2024 11:56 PM (IST)