HIV : খুব সাধারণ এই লক্ষণগুলিই মারাত্মক HIV সংক্রমণের সঙ্কেত, সংক্রমণ ঘটার আশঙ্কা থাকলে কী করে বাঁচবেন?
বহুবার শুনেছেন একাধিক সঙ্গীর সঙ্গে অনিরাপদ শারীরিক সম্পর্ক ঝুঁকিপূর্ণ। এতে এইচআইভি/এইডস-এর মতো রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে।
Continues below advertisement
খুব সাধারণ এই লক্ষণগুলিই মারাত্মক HIV সংক্রমণের সঙ্কেত
Continues below advertisement
1/8
এইচআইভি সংক্রমিত কারও সঙ্গে এ ধরনের সংস্পর্শে এলে পোস্ট-এক্সপোজার প্রফিল্যাক্সিস (PEP)ট্রিটমেন্ট নিতে পারেন। এক্সপোজারের ৭২ ঘন্টার মধ্যে যদি PEP হয়, তাহলে সংক্রমণ প্রতিরোধ করা যেতে পারে।
2/8
প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। ২০২৪ সালের শেষে প্রায় ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত ছিলেন। এখনও এই অসুখ সম্পর্কে অনেক ভুল ধারণা নিয়ে বসে আছেন অনেকেই। সমস্যা হল অনেকেই প্রাথমিক লক্ষণগুলি চেনেন না।
3/8
যখন কোনও ব্যক্তি প্রথম সংক্রমিত হয়, তখন ভাইরাসটি দ্রুত বৃদ্ধি পায়। ২-৪ সপ্তাহের মধ্যে অনেকেরই তীব্র এইচআইভি সংক্রমণ হতে পারে। কিন্তু কীভাবে বুঝবেন, এইচআইভি সংক্রমণ হয়েছে।
4/8
এইআইভির প্রাথমিক লক্ষণগুলি খুব সাধারণ। এগুলোর মধ্যে রয়েছে জ্বর। প্রায়ই বেশি ঠান্ডা লেগে যাওয়া। সেই সঙ্গে ক্লান্তি এবং দুর্বলতাও থাকে। তবে এগুলো তো অন্য কারণেও হতে পারে। তাই অনেকেই বুঝে উঠতে পারেন না, এইচআইভি সংক্রমণের বিষয়টি।
5/8
পেশী এবং জয়েন্টে ব্যথাহতে পারে। সেই সঙ্গে জ্বর ও গায়ে-হাতে যন্ত্রণা এর লক্ষণ। গলা ব্যথা এবং ঘাড়, বগলে বা কুঁচকিতে লিম্ফ নোডগলি ফুলে যেতে পারে।
Continues below advertisement
6/8
কারও কারও আবার ত্বকের ফুসকুড়ি, মাথাব্যথা, বমি বমি ভাব, বা ডায়রিয়া, এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বা স্নায়বিক অস্বস্তি হতে পারে।
7/8
যদি আপনার একমাত্র সঙ্গী এইচআইভি পজিটিভ হন এবং তিনি অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) তে না থাকেন তবে প্রতিবার শারীরিক সম্পর্ক স্থাপনে এইচআইভি সংক্রমণের ঝুঁকি থাকে। ল্যানসেট-এ প্রকাশিত বিশ্লেষণ অনুসারে, যদি এইচআইভি পজিটিভ সঙ্গী এআরটি-তে থাকেন এবং তার ভাইরাল লোড সনাক্ত করা না যায় তবে সংক্রমণের ঝুঁকি অনেক কমে যায়।
8/8
এ ধরনের লক্ষণ যদি দেখেন, দ্রুত পরীক্ষা করান। যদি আপনার এইচআইভি সংক্রমিত কারও সঙ্গে শারীরিক সম্পর্ক হয়, রক্ত নিয়ে থাকেন বা একই সুঁচ ব্যবহার করে থাকেন বা কোনও কারণে তাঁর দেহরসের সংস্পর্শে আসেন, তাহলে দ্রুত ক্লিনিকে যান। আধুনিক পরীক্ষাগুলি করিয়ে নিন।
Published at : 01 Dec 2025 03:06 PM (IST)