Baby Proofing Checklist: বাড়িতে শিশু রয়েছে? নাগালের বাইরে রাখুন এইসব জিনিস, ঘটতে পারে বিপদ

Baby Safety: শিশুকে বড় করা চাট্টিখানি কথা নয়। চোখে চোখে রাখতে হয় সারাক্ষণ। ছবি: ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/10
বাড়িতে শিশু থাকা মানে সদা সতর্ক থাকতে হয়। সারা ক্ষণ চোখে চোখে রাখতে হয় তাকে। জিনিসপত্রও সামলে রাখতে হয়।
2/10
তবে বাড়িতে এমন কিছু জিনিস থাকে, যা বিপজ্জনক বলে মনে না হলেও, তা থেকে মারাত্মক বিপদ ঘটে যেতে পারে।
3/10
আকারে ছোট ঘড়ি বা খেলনার ব্যাটারি শিশুর নাগালের মধ্যে না রাখাই ভাল। অনেক সময়ই তা গিলে ফেলে শিশু।
4/10
বিশেষ করে চ্যাপ্টা, গোলাকার যে ব্যাটারি হয়, তা পেটে চলে গেলে বোঝার উপায় থাকে না। কিন্তু শিশুর শরীরে সমস্যা হতে পারে তা থেকে।
5/10
ঘড়ি, খেলনার পাশাপাশি, রিমোট কন্ট্রোলের ব্যাটারি সরিয়ে রাখুন। ড্রয়ারে পুরে আটকে রাখুন।
Continues below advertisement
6/10
সেন্সর বসানো খেলনা নিয়ে খেললে সতর্ক থাকুন। ছোট ছোট অংশ, চুম্বকও গিলে নিতে পারে শিশু। গলায় আটকে সমস্যা হতে পারে।
7/10
বড়দের লেগোজ়, ক্র্যাফ্ট বিডস, কানের দুল, টুকরো টাকরা জিনিসও দূরে সরিয়ে রাখুন। মেঝে থেকে কুড়িয়েও মুখে পুরে দিতে পারে শিশু।
8/10
উঁচু চেয়ার, দোলনা থেকে দূরে রাখুন শিশুকে। পড়ে গিয়ে চোট লাগতে পারে। দোলনায় ঘুমন্ত শিশুকে না রাখারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
9/10
বেবি ওয়াকার সুবিধাজনক মনে হলেও, তা বিপদ ডেকে আনতে পারে। বাচ্চাকে নজরে নজরে রাখতে পারলে তবেই ওয়াকার নামান। মেঝেয় পড়ে থাকা তার, স্টোভ, বিষাক্ত জিনিসপত্র নাগালে চলে আসতে পারে শিশুর। সিঁড়িতেও পৌঁছে যেতে পারে শিশু।
10/10
শিশুকে বড় করা চাট্টিখানি কথা নয়। সারাক্ষণ সঙ্গে থাকতে হয় কাউকে। তাই বাড়িকে বেবিপ্রুফ করার পরও সতর্ক থাকতে হয়। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola