Mental Power: কীভাবে বাড়াবেন মানসিক শক্তি? জানুন উপায়
Mental Power Increasing Tips: বর্তমান ইঁদুর দৌড়ের জীবনে মানসিক অবসাদের মধ্যে দিয়ে যেতে হয় প্রায় সবাইকে। মানসিক অবসাদের জন্য জীবনও ছাড়খার হয়ে যায় অনেক মানুষের। জেনে নিন এর প্রতিরোধ করবেন কীভাবে?
মানসিক শক্তি বাড়ানোর উপায় (ছবি সৌজন্য- গেটি)
1/10
লক্ষ্য প্রতি অবিচল থেকে ধৈর্য্য ধরে নিজের কাজ করে গেলে মানসিক অবসাদ কাবু করতে পারবে না আপনাকে। বাড়বে মানসিক শক্তিও।(ছবি সৌজন্য-পিক্সাবে)
2/10
মন ও শরীরকে একে অপরের পূরিপূরক বলা হয়। তাই আপনার খাদ্যাভ্যাস যদি সঠিক হয় তাহলে কোনও কম মানসিক চাপই আপনাকে কাবু করতে পারবে না। বরং নিজের প্রতি বিশ্বাস বৃদ্ধি করবে।(ছবি সৌজন্য-পিক্সাবে)
3/10
চিকিৎসকরা বলছেন সারাদিন কাজের ফাঁকে নিজের জন্য কিছুটা সময় বের করে আত্মবিশ্লেষণ করুন। এতে মানসিক জোর বাড়ার সঙ্গে সঙ্গে নিজের ভুলগুলিকেও ঠিক করতে পারবেন।(ছবি সৌজন্য-পিক্সাবে)
4/10
জীবনে মানসিক শক্তি বাড়ানোর জন্য ও সফল হওয়ার জন্য নতুন নতুন চ্যালেঞ্জ নিন। দেখবেন এতে মানসিক জোর বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জীবন থেকে নেতিবাচক চিন্তাভাবনাও দূর হবে।(ছবি সৌজন্য-পিক্সাবে)
5/10
কাজের অবসরে গান শুনুন। সেই গান যদি অনুপ্রেরণামূলক হয় তাহলে মনের পাশাপাশি শরীরেরও ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য।(ছবি সৌজন্য-পিক্সাবে)
6/10
প্রতিদিন ইতিবাচক বই পড়ার অভ্যাস তৈরি করুন ও পর্যাপ্ত পরিমাণে ঘুমোন। এতে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি মনের জোর অনেক বৃদ্ধি পাবে।(ছবি সৌজন্য-পিক্সাবে)
7/10
যদি সম্ভব হয় তাহলে রোজ সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ধ্যান করুন। এতে যেমন শরীর তরতাজা থাকবে তেমনি সারাদিনের কাজের রসদ জোগাবে। (ছবি সৌজন্য-পিক্সাবে)
8/10
নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। যে কোনও পরিস্থিতিতে ঠাণ্ডা মাথায় চিন্তা করে কাজ করুন। তাহলে সফলতা আপনার জীবনে আসতে বাধ্য হবে। (ছবি সৌজন্য-গেটি)
9/10
জীবনে যথই ঝড়-ঝাপটা আসুক না কেন ধীরস্থির ভাবে সিদ্ধান্ত নিন। নিজের ক্ষমতা ও সামর্থ্যের ওপর বিশ্বাস রাখুন। তাহলে লক্ষ্য অর্জন করতে কোনও অসুবিধা হবে না।(ছবি সৌজন্য-গেটি)
10/10
সবসময় ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক কোন ঘটনা ঘটলেও তার থেকে ভালো দিকটি খুঁজে বের করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার মানসিক শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। (ছবি সৌজন্য-গেটি)
Published at : 11 Oct 2024 12:00 AM (IST)