Obsession: সামনের জন হয়ত রাখতে চাইছেন হাতের মুঠোয়, আপনি ভালবাসা ভেবে ভুল করছেন না তো!

Love: ভালবাসা আর ঘোর লাগার মধ্যে পার্থক্য সূক্ষ্ম। নিজের ভালর জন্যই বুঝে নেওয়া জরুরি

ছবি: পিক্সাবে।

1/10
ভালবাসা আর ভাললাগার মধ্যে ফারাক বিস্তর। তেমনই ভালবাসা আর কাউকে নিয়ে ঘোর লাগা, সারাক্ষণ ঘোরের মধ্যেই থাকাও এক জিনিস নয়।
2/10
নিঃস্বার্থ ভালবাসায় বাছবিচার থাকে না, বিপদে আপদে কাছের মানুষকে সবসময় পাশে পাওয়া যায়। ভালবাসা মানসিক বিকাশের পক্ষে সহায়ক, কিন্তিু ঘোর লাগার মধ্য রয়েছে নিরাপত্তাহীনতা, অত্যধিক অধিকারবোধ।
3/10
ঘোর লাগাকে ভালবাসা ভেবে ভুল করলে তা দু’জনেরই মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সম্পর্ক তো বিষিয়ে যায়ই, দমবন্ধ হয়ে আসে। তাই ভালবাসা এবং ঘোর লাগার মধ্যে ফারাক বোঝা জরুরি।
4/10
কাউকে ভালবাসলে, তাঁকে আগলে রাখার ইচ্ছে অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই ইচ্ছে যদি সীমা অতিক্রম করে, সারাক্ষণ যদি কেউ নজরদারি চালান, সবকিছুর নিয়ে আপনার উপর জোর খাটান, আপনাকে নিজের ইচ্ছেয় পরিচালিত করতে চান, বুঝতে হবে, সেটা ভালবাসা নয়।
5/10
ভালবাসার মানুষের কাছ থেকে উপহার পেতে কার না ভাললাগে! রোজ রোজ এই উপহার, সারপ্রাইজ হয় না। বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে ঘটে। কিন্তু প্রায়শই যদি কেউ উপহার বর্ষণ করতে থাকেন, প্রতিদিনই কিছু না কিছু পরিকল্পনা থাকে তাঁর, বুঝতে হবে ফাঁদে পড়েছেন। যেনতেন প্রকারে আপনাকে সম্পর্কে বেঁধে রাখাই লক্ষ্য সামনের জনের।
6/10
ভালবাসার সম্পর্কে দু’জনের মধ্যে বোঝাপড়া তৈরি হতে সময় লাগে। সময়ের সঙ্গী সম্পর্ক আরও নিবিড় হয়। কিন্তু ঘোর লাগলে সম্পর্কেও তাড়াহুড়ো করেন সামনের ব্যক্তি। যেন তেন প্রকারে সম্পর্কে সিলমোহর দিতে চান, যাতে তৃতীয় ব্যক্তির প্রবেশ আটকানো যায়।
7/10
সম্পর্কে পরস্পরের চিন্তা-ভাবনা গুরুত্ব রাখে। সামনের জনের মনের অবস্থা জানার আগ্রহ জন্মাতেই পারে। কিন্তু সারাক্ষণ যদি প্রতি মুহূর্তের অনুভূতি জানতে চান কেউ, আপনি তাঁকে নিয়ে কী ভাবছেন, এই যদি মাথাব্যথার কারণ হয় তাঁর, বুঝতে হবে অতীতের কোনও অভিজ্ঞতা তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে। আপনাকে ধরে রাখতেই এত প্রশ্ন।
8/10
খাওয়া দাওয়া হয়েছে কিনা, কোথায় রয়েছেন, প্রিয় মানুষ ফোন করে জানতেই পারেন। কিন্তু ফোনে বা মেসেজে সারাক্ষণ যদি কেউ আপডেট জানতে চান, আপনি কোথায় রয়েছেন, কার সঙ্গে রয়েছেন, কী পরেছেন, কী খাচ্ছেন, সব যদি জানাতে হয়, সমস্যার বিষয়।
9/10
যিনি সত্যই ভালবাসেন, আপনার খুশিতে তিনিও খুশি হবেন। কিন্তু ঘোরে রয়েছেন যে ব্যক্তি, তিনি নিরাপত্তাহীনতায় ভুগবেন। আপনি তাঁর থেকে এগিয়ে না যান, কোথাও অন্য কাউকে ভাল না লেগে যা, এই চিন্তা ঘুরবে তাঁদের মাথায়।
10/10
ভালবাসা যত গভীরই হোক না কেন, কিছু সিদ্ধান্ত একাই নিতে হয়। প্রিয় মানুষের পরামর্শ অবশ্যই নিতে পারেন, কিন্তু আপনার সিদ্ধান্তই শেষ কথা বলে। যিনি আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবেন, তিনি সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দেবেন না আপনাকে। বরং আপনার হয়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন নিজেই।
Sponsored Links by Taboola