Health Tips: ওজন ঝরাতে চান? মিলখা সিং-র পথ নিয়ে দেখতে পারেন
How To Loose Weight:নিজের মতো করে খাবারদাবার নিয়ন্ত্রণ থেকে জিমে শরীরচর্চা, কিছুতেই ওজন কমছে না? তা হলে দৌড়ে দেখবেন নাকি? রানিং কিন্তু অনেক ধরনের হতে পারে।
ওজন ঝরাতে দৌড়ে দেখতে পারেন
1/8
নিজের মতো করে খাবারদাবার নিয়ন্ত্রণ থেকে জিমে শরীরচর্চা, কিছুতেই ওজন কমছে না? তা হলে দৌড়ে দেখবেন নাকি?
2/8
সব রকম এক্সারসাইজ সকলের জন্য উপযোগী নয়, একথা প্রথমেই বলে দেন ফিটনেস বিশেষজ্ঞরা।
3/8
তবে সাধারণভাবে রানিং বা দৌড় যে ওজন ঝরানোর জন্য কার্যকরী, সেটা মোটামুটি প্রমাণিত।
4/8
'রানিং' অনেক ধরনের হতে পারে। ঠিক কীসের জন্য এই এক্সারসাইজ করছেন, তার উপরই নির্ভর করবে আপনি কোন ধরনের রানিং করতে চান।
5/8
প্রথমত 'বেস রান'। সাধারণত ১০ কিলোমটার বা তার কম দূরত্ব দৌড়তে হয়। আপনি নিজের গতিতে দৌড়তে পারেন।
6/8
'লং রানস'। নানা ধরনের 'বেস রান' করতে হয় এতে। স্পিড মোটের উপর হেরফের করা যায় না। সার্বিক ফিটনেস বাড়াতে এটির ভূমিকা অত্যন্ত দুরন্ত।
7/8
'ইনটেন্স রান'। এক্ষেত্রে সাধারণত হাফ মাইল থেকে ১ মাইল দৌড়নোর পর ৪০০-সাড়ে ৪০০ মিটারের হালকা জগিং করতে হয়। দৌড়নোর গতি বাড়াতে কাজে দেয় এটি।
8/8
এছাড়াও রয়েছে, 'হিল রিপিট', 'রিকভারি রানস', 'প্রোগ্রেশন রানস'। প্রত্যেকটির উদ্দেশ্য আলাদা। কোনটা আপনার জন্য জরুরি সেটি অবশ্য সবচেয়ে ভালো কোনও ফিটনেস বিশেষজ্ঞই বলতে পারবেন।
Published at : 02 Aug 2022 12:06 AM (IST)