No Makeup Look: চড়া মেকআপের যুগ শেষ, নো মেকআপ লুকই এখন ট্রেন্ড
ছবি: পিক্সাবে।
1/10
জমকালো পোশাক, চড়া মেকআপ, সে সবের দিন শেষ। আজকাল নো-মেকআপ লুকই মাতিয়ে রেখেছে ফ্যাশন বোদ্ধাদের। গ্ল্যামার দুনিয়ার লোকজন নো-মেকআপ লুকে বিয়েই সেরে ফেলছেন।
2/10
কিন্তু এই নো-মেকআপ লুক আসলে কী? মেকআপ যখন বোঝাই যাবে না, তখন পরিশ্রমের কী দরকার, এমনি চিন্তার ভাবনার মেয়েও রয়েছেন।
3/10
ছোটখাটো অনুষ্ঠান হোক বা কলেজ, অফিস, সবক্ষেত্রেই এই নো-মেকআপ লুক চলে যায়। সব ধরনের পোশাকের সঙ্গে মানানসইও বটে। আবার দেখলে মনে হবে একেবারে ন্যাচরাল।
4/10
মেকআপের খুঁটিনাটি জানেন না, তাঁরাও সহজেই বাড়িতে এই নো-মেকআপ লুক তৈরি করতে পারবেন। কী ভাবে আনবেন এই লুক, জেনে নিন বিশদে।
5/10
ত্বকের আর্দ্রতা বজায় রাখা জরুরি, যাতে ত্বক মসৃণ দেখায়। তার জন্য ক্লেনজিং, টোনিং এবং ময়শ্চেরাইজিং আবশ্যক।
6/10
মেকআপ বেস বা কনসিলার বেছে নিতে হবে গায়ের রং অনুযায়ী। তবে গোটা মুখে নয়, দুই গালের উপরের অংশ, চোয়ালের দুই দিক, চোখের কোনে লাগাতে পারেন। এতে ত্বকে কোনও দাগ থাকলে ঢাকা পড়ে যায়। যতটা হালকা হয় ততই ভাল।
7/10
সানস্ক্রিন লাগাতে ভুলবেন না যেন। টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। মেকআপে একেবারে উপরের স্তরে লাগাতে পারেন।
8/10
নো-মেকআপ লুকের ক্ষেত্রে কায়দা করে চোখ আঁকতে যাবেন না। হালকা কাজল, মাস্কারা।
9/10
ব্লাশ হিসেবে অনেকে লিপস্টিক, লিপগ্লস ব্যবহার করেন অনেকে। তার বদলে লিপ বা চিক টিন্ট লাগাতে পারেন। একবিন্দু নিয়ে ঠোঁটে, গালে লাগিয়ে নিন।
10/10
মেকআপ সম্পর্কে তেমন সড়গড় না হলে, নো-মেকআপ লুক তৈরি করা অত্যন্ত সহজ। প্রসাধনীও লাগে ন্যূনতম।
Published at : 01 Jun 2022 02:50 PM (IST)