Workplace Do's and Don'ts: কর্মক্ষেত্রে ইতিবাচক ভাবমূর্তি কীভাবে? রইল টিপস

Build Positive image at Workplace: কর্মক্ষেত্রে কী করবেন এবং কী করবেন না তা জানা খুব গুরুত্বপূর্ণ।

ফাইল ছবি

1/10
কর্মক্ষেত্রের পরিবেশ কেমন হবে তা নিজের নিয়ন্ত্রণে থাকে না। তবে কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং ভাবমূর্তি কেমন হতে পারে, তা নির্ভর করবে আপনার উপরই। দিনের শুরুতেই অভিবাদন জানান সহকর্মীকে।
2/10
কখন কোন কথা বলা উচিত, তা জানা খুব প্রয়োজন। ধন্যবাদ, দুঃখিত শব্দের ব্যবহারে বিশ্বাস এবং সম্মান নিশ্চিত করা যায়। প্রয়োজনে সহকর্মীর পাশে দাঁড়ান। তাতে প্রতিযোগিতাও হয় স্বাস্থ্যকর।
3/10
কোনও বিষয়ে সহকর্মীর মতামত নেওয়া স্বাস্থ্যকর আলোচনার অংশ। সহকর্মীদের অসুবিধা বা কর্মক্ষেত্রে কঠিন দিন সম্পর্কে জিজ্ঞেস করাও মনোবল বাড়াতে এবং উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।
4/10
কর্মক্ষেত্রের পরিবেশ আরও ভাল করে তুলতে একসঙ্গে খাওয়াদাওয়া বা বিরতির সময় কাটাতে পারেন। তাতে একাকীত্বও দূর হয়।
5/10
কোনও কর্মীর কাজের সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানান। এতে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি তাঁদের কাজকেও উৎসাহিত করা হয়।
6/10
পরচর্চা কর্মক্ষেত্রের জন্য খারাপ। এতে আপনার ভাবমূর্তি নেতিবাচকভাবে প্রভাবিত করে। এমনকী নেতিবাচক মনোভাবও তৈরি করতে পারে। কাজের বাইরে অন্য কোনও বিষয়ে আলোচনা সমস্যা সৃষ্টি করতে পারে।
7/10
ব্যক্তিগত সম্পর্কের মতো বিষয়ে কথোপকথন হিসেবে উঠে আসা অপ্রয়োজনীয়। এতে অসম্মান বাড়তে পারে। কর্মক্ষেত্রে সবার সঙ্গে সমান আচরণ করার চেষ্টা করুন।
8/10
কোনো সহকর্মীর ব্যাকগ্রাউন্ড, সংস্কৃতি, ধর্ম বা শিকড় নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।
9/10
সহানুভূতির অভাব দেখিয়ে বা মনোভাব দেখিয়ে সহকর্মীর জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করার চেষ্টা করার মোটেই ভাল অভ্যাস নয়। এতে আপনার ব্যক্তিত্বের নেতিবাচক প্রভাব ফেলে।
10/10
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola