Cleaning Gold Jewelry: সোনার গয়না বাড়িতেই পরিষ্কার করেন? এই ভুল করবেন না...
![Cleaning Gold Jewelry: সোনার গয়না বাড়িতেই পরিষ্কার করেন? এই ভুল করবেন না... Cleaning Gold Jewelry: সোনার গয়না বাড়িতেই পরিষ্কার করেন? এই ভুল করবেন না...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800dc66d.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
সোনা কেনা মানে বিনিয়োগ করা। তাই সোনার যত্ন নেওয়াও জরুরি। বাড়িতে এমনিতে হালকা গয়না পরে থাকি আমরা। রান্নাবান্না, বাডডির কাজ করার সময় সেগুলিতে ময়লা জমে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Cleaning Gold Jewelry: সোনার গয়না বাড়িতেই পরিষ্কার করেন? এই ভুল করবেন না... Cleaning Gold Jewelry: সোনার গয়না বাড়িতেই পরিষ্কার করেন? এই ভুল করবেন না...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/156005c5baf40ff51a327f1c34f2975b24ec1.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
তাই সময় করে সোনার গয়না পরিষ্কার করা জরুরি। কিন্তু কী উপায়ে পরিষ্কার করবেন সোনার গয়না? কী ব্যবহার করবেন, আর কী করবেন না, জানুন।
![Cleaning Gold Jewelry: সোনার গয়না বাড়িতেই পরিষ্কার করেন? এই ভুল করবেন না... Cleaning Gold Jewelry: সোনার গয়না বাড়িতেই পরিষ্কার করেন? এই ভুল করবেন না...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/799bad5a3b514f096e69bbc4a7896cd96d544.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
হালকা উষ্ণ দল নিন একটি পাত্রে। কয়েক ফোঁটা লিকুইড সাবান যোগ করুন। ১০-১৫ মিনিট ওই জলে ভিজিয়ে রাখুন সোনার গয়না। এবার নরম ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে নিন। জলে ধুয়ে শুকিয়ে নিলেই ঝকঝকে হয়ে যাবে গয়না।
থালা-বাসন মাজতে যে ডিশ সোপ ব্যবহার করেন, তা পাথর বসানো সোনার গয়না পরিষ্কার করার কাজে লাগতে পারে। জলে ডিশ সোপ গুলে নিন। তার মধ্যে ভিজিয়ে রেখে হালকা হাতে ঘষে নিন।
কানের দুল, আংটি পরিষ্কার করলে, খেয়াল রাখুন, ভিতরের অংশও ঘষে ময়লা বের করে গিতে। তবে ব্রাশ যেন হয় নরম।
সোনার গয়না পরিষ্কার করার অ্যামোনিয়াও পাওয়া যায় বাজারে। হিরে এবং সোনার গয়না পরিষ্কারে ব্যবহার করা যায়।
তবে সোনার গয়না পরিষ্কার করতে কখনও ভিনিগার ব্যবহার করবেন না। নিতান্ত না পারলে, স্বর্ণকারের কাছে নিয়ে যান।
সহজেই আঁচড় পড়ে যায় সোনায়। মাজন বা বেকিং সোডা ব্যবহার না করাই ভাল। তার পরিবর্তে ডিটারজেন্ট পাওডার ব্যবহার করতে পারেন।
ব্লিচ ব্যবহার করবেন না সোনার গয়নার উপর। এতে ধাতু ক্ষতিগ্রস্ত হয়। পাথর বসানো থাকলেও, ক্ষতি হবে।
সবসময় যদি গয়না পরে থাকেন, সেক্ষেত্রে মাসে দু'বার পরিষ্কার করতে পারেন। এতে নতুনের মতো থাকবে গয়না। বছরে অন্তত একবার পেশাদারকে দিয়ে পরিষ্কার করান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -