Homemade Candle: বাড়িতে বানানো মোমবাতিতেই সেজে উঠুক ঘর, কীভাবে তৈরি করবেন? রইল পদ্ধতি

Candle Making at Home: ইচ্ছেমতো ঘর সাজানোর জন্য নানা জিনিস ব্যবহার করেন অনেকে। যার মধ্যে মোমবাতির ব্যবহার সাম্প্রতিককালে বেড়েছে।

ফাইল ছবি

1/11
ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন। রোজকার ব্যস্ত জীবনে যা আজকাল অনেকেরই সখ হয়ে উঠেছে। এই ঘর সাজানোর সঙ্গে মন ভাল থাকারও যোগ রয়েছে।
2/11
ইচ্ছেমতো ঘর সাজানোর জন্য নানা জিনিস ব্যবহার করেন অনেকে। যার মধ্যে মোমবাতির ব্যবহার সাম্প্রতিককালে বেড়েছে। ঘর আলোকিত করার সঙ্গে সঙ্গে সুগন্ধি মোমবাতি সুবাসিত করে।
3/11
বাজারে এই ধরনের মোমবাতি পাওয়া যায়। তবে বাড়িতে নিজের হাতে এই মোমবাতি তৈরি করেও ঘর সাজানো সম্ভব।
4/11
খুব সহজ পদ্ধতিতে নিজের হাতেই তৈরি করুন রঙ বেরঙের মোমবাতি। সুগন্ধের জন্য তাতে ব্যবহার করতে পারেন সুগন্ধী তেলও।
5/11
কীভাবে তৈরি করবেন? রইল পদ্ধতি উপকরণ: সয়া মোম, সলতে, মোম রং, সুগন্ধী তেল, কন্টেনার
6/11
যে কন্টেনার মোমবাতি রাখবেন বা যে মাপের মোমবাতি বানাবেন, তার দ্বিগুণ পরিমাণ মোম গলাতে হবে। একটা বাটিতে পরিমাণ মতো সয়া মোম নিয়ে গলাতে হবে। খেয়াল রাখতে হবে ওভেনের আঁচ যেন মাঝামাঝি থাকে।
7/11
আঁচ বেশি হলে পুড়ে যেতে পারে। যে রঙের মোমবাতি বানাতে চাইছেন, সেই রঙের মোম রং মেশাতে হবে। তাতে রং পর্যাপ্ত মনে না হলে খানিকটা ফুড কালারও মেশানো যায়।
8/11
এবার ধীরে ধীরে হাতা বা খুন্তি দিয়ে ওই মোম নাড়তে হবে। মোম গলতে শুরু করলে সুগন্ধী তেল মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো।
9/11
যে পাত্রে বা কন্টেনারে মোম ঢালবেন তাতে সলতে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে সলতে যেন সোজা থাকে। প্রয়োজন হলে সলতেটা উপর থেকে ধরে রাখতে হবে।
10/11
এবার ওই পাত্রে ধীরে ধীরে তরল মোম ঢেলে দিতে হবে। এরপর ঘণ্টাচারেক ওই কন্টেনারেই মোম রেখে দিতে হবে। ধীরে ধীরে তা শক্ত হয়ে যাবে।
11/11
এবার ওই কন্টেনারেও মোম রেখে দিতে পারেন। অথবা ওই কন্টেনার কেটে কোনও মোমদানিতেও মোমবাতি রাখতে পারেন।
Sponsored Links by Taboola